একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা ২য় পত্র প্রশ্ন উত্তর
একাদশ ( HSC ) শ্রেণির তৃতীয় (৩য়) সপ্তাহের বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) এসাইনমেন্ট সমাধান ২০২২ pdf – HSC Bangla 2nd Paper 3rd week Assignment Answer,২০২২ সালের এইচএসসি পরীক্ষার এসাইনমেন্ট উত্তর একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা ২য় পত্র প্রশ্ন উত্তর
২০২২ সালের একাদশ শ্রেণী এবং ২০২২ সালে এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এইচ এস সি ২০২২ এর সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। ২০২০ এবং ২০২১ শিক্ষাবর্ষে বেশিরভাগ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের জন্য ২০২২ সালের এইচ এস সি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে এনসিটিবি।
একাদশ ( HSC ) শ্রেণীর এসাইনমেন্ট বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) সমাধান
একাদশ ( HSC ) বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) অ্যাসাইনমেন্ট । নতুন তৃতীয় (৩য়) সপ্তাহের জন্য এইচএসসি ২টি বিষয়ে বাংল ২য় পত্র এবং ইংরেজি ২য় পত্র দেয়া হয়েছে । তাছাড়া এইচএসসি দ্বিতীয় ২য় সপ্তাহে ৬ টি বিষয়ে বাংলা ২য় পত্র, পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, এবং যুক্তিবিদ্যা এসাইনমেন্ট দেয়া হয়েছিল তোমরা চাইলে এগুলো এসাইনমেন্ট দেখতে পারো । তাই আপনাদের জন্য এইচএসসি তৃতীয় (৩য়) সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান এখানে দেয়া হয়েছে। নিচে থেকে দেখে নিন একাদশ ( HSC ) শ্রেণির বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) এসাইনমেন্ট উত্তর ২০২১। নিচে দেখুন এইচএসসি অ্যাসাইনমেন্ট বাংলা ২য় পত্র সমাধান। HSC Bangla 2nd Paper Assignment Answer 3rd Week
HSC ( একাদশ ) শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) সাবজেক্ট খুব বেশি বুঝেনা। এবং আমরা জানি যে, সম্প্রতি করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এই ক্ষতিটা কিছুটা পুষিয়ে নেয়ার জন্য একাদশ ( HSC ) শিক্ষার্থীদের এসাইনমেন্ট তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। একাদশ ( HSC ) শ্রেণির বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) অ্যাসাইনমেন্ট ২০২২, একাদশ ( HSC ) Bangla 2nd Paper Assignment Answer 3rd Week.একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা ২য় পত্র প্রশ্ন উত্তর
HSC ( একাদশ ) শ্রেণীর বাংলা ২য় পত্র অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২
তাছাড়া HSC ( একাদশ ) শ্রেণির বাংলা ২য় পত্র সাবজেক্ট তোমরা পড়ে তারপর এসাইনমেন্ট উত্তর লিখবে । অবশ্যই এসাইনমেন্ট সুন্দর করে লিখতে হবে হাতের লেখা খারাপ হলে অনেক সময় নাম্বার কম পাওয়া যায় ।এজন্য তোমরা চেষ্টা করবে এসাইনমেন্ট উত্তর খুব সুন্দর ভাবে লিখতে। একাদশ শ্রেণির বাংলা ২য় পত্র এসাইমেন্ট সমাধান দেয়া হয়েছে ,সেখান থেকে চাইলে খুব সুন্দর ভাবে লিখতে পারবে। hsc Bangla 2nd Paper assignment solution. hsc assignment Bangla 2nd Paper 3rd week
একাদশ ( HSC ) শ্রেণির বাংলা ২য় পত্র এসাইনমেন্ট
আপনাদের বাকি এসাইনমেন্ট গুলো আমার ওয়েবসাইটে দেয়া হবে সেখান থেকে চাইলে একাদশ শ্রেণীর এসাইনমেন্ট উত্তর লিখতে পারবে ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, চলমান কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণি কার্যক্রমে সম্পৃক্ত করতে না পারায় শিক্ষা মন্ত্রণালয় এর বিকল্প হিসেবে বিভিন্ন কার্যক্রম প্রহণ করেছে। ইতােমধ্যে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি পূনর্বিনাস করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মুল্যায়নের আওতায় আনয়নের জন্য বিষয়ভিত্তি ক মূল্যায়ন রুব্রিক্সসহ অ্যাসাইনমেন্ট প্রণয়ন কর হয়েছে। একাদশ HSC ৩য় সপ্তাহের বাংলা ২য় পত্র এসাইনমেন্ট
২০২২ সালের এইচএসসি পরীক্ষার এসাইনমেন্ট উত্তর
এ কার্যক্রম ২৪জুন ২০২১খ্রি. সােমবার থেকে শুরু হবে। কোভিড ১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক এ কার্যক্রম পরিচালিত হবে।
অ্যাসাইনমেন্ট নির্দেশনা ( সংকেত/ধাপ/পরিধি):
- ব-ফলার উচ্চারণ সূত্র লেখা।
- পুনবিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য কবিতা থেকে ব-ফলা যুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা।
- ম-ফলার উচ্চারণ সূত্র লেখা।
- পুনবিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য কবিতা থেকে বাছাই করে উচ্চারণ লেখা।
- য-ফলার উচ্চারণ সূত্র লেখা।
- পুনর্বিন্যাসের গদ্য কবিতা থেকে য-ফলা যুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ সহ লেখা।
শ্রেণী: আলিম দ্বিতীয় বর্ষ
এসাইনমেন্ট নম্বর : ২
বিষয়: বাংলা দ্বিতীয় পত্র
বিষয় কোড : ২৩৭
সর্বমোট মার্কঃ ২০
এসাইনমেন্ট নির্ধারিত কাজ : ব-ফলা, ম-ফলা ও য-ফলার উচ্চারণসূত্র এবং গদ্য ও কবিতা থেকে বাছাইকৃত ফলাযুক্ত শব্দের উচ্চারণ ।
এইচএসসি, আলিম শ্রেণির ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা ২য় পত্রের বাছাইকৃত নমুনা উত্তর
ম-ফলা, ব-ফলা ও য-ফলার উচ্চারণ:
ব-ফলার উচ্চারণের সূত্র
ব-ফলার উচ্চারণের সূত্রগুলো নিচে আলোচনা করা হলোঃ
- শব্দের আদিতে ব-ফলা যুক্ত হলে ‘ব’ অনুচ্চারিত হয়, তবে যে বর্ণ সংযুক্ত হয় সে বর্ণ উচ্চারণে একটু
শ্বাসাঘাত লাগে। যেমন- স্বামী, স্বাধীকার, জ্বলছে, দ্বিতীয়। - শব্দের শেষে বা মধ্যে ব-ফলা থাকলে সেই ব ফলা অনুচ্চারিত এবং যে বর্ণে যুক্ত সেই বর্ণ দ্বিত্ব হয়। যেমনঃ বিশ্বাস, ভূস্বামী, বিশ্ব।
- উৎ উপসর্গের সাথে ব যুক্ত হলে ব উচ্চারিত হয়। যেমনঃ উদ্বেগ,উদ্বেলিত, উদ্বাস্তুু,উদ্বোধন।
- শব্দের মধ্যে বা শেষে বা এর সঙ্গে ব, ম এর সঙ্গে ব যুক্ত হলে ঐ ‘ব’ উচ্চারিত হয়। যেমনঃ সাব্বাস, আব্বা, নব্বই।
- সন্ধি সূত্রে আগত ‘ক’ স্থলে ‘গ’ হলে সেই ‘গ’ এর সাথে যুক্ত হলে সে ‘ব’ উচ্চারিত।যেমনঃ দিগ্বালিকা,দিগ্বধ।
- যুক্ত ব্যঞ্জন এ ব-ফলা যুক্ত হলে ব উচ্চারিত হয় না। যেমনঃ দ্বন্দ্ব, সান্তনা, উজ্জ্বল, উচ্ছ্বাস।
ম-ফলার উচ্চারণ সূত্র
ম ফলা উচ্চারণের সূত্রগুলো নিচে আলোচনা করা হলোঃ
- শব্দের আদিতে ম-ফলা যুক্ত হলে সেই ম অনুচ্চারিত থাকে। যেমন স্মৃতি, স্মরণ ।
কিন্তু ম এর কারণে যে বর্ণের সাথে ম যুক্ত হয় সেই বর্ণটি একটু অনুনাসিক হয়। স্মৃতি, শ্মশান। - শব্দের মধ্যে বা শেষে ম যুক্ত হলে দ্বিত্ব হবে,শেষ বর্ণটি একটু অনুনাসিক হবে। যেমনঃপদ্মা, ছদ্মবেশ, আত্মীয়।
- গ,ঙ,ট,ণ,ন,ম,ল এর সাথে যুক্ত হলে ম রক্ষিত হবে, কিন্তু দ্বিত্ব হবে না। যেমনঃ
গ্ম- বাগ্মী,যুগ্ম।
ঙ্ম- বাঙ্ময়,পরাঙ্মুখ।
ট্ম-কুট্মালিত তরু কুঞ্জে গাঁথিব মালিকা।
ন্ম- জন্ম,উন্মাদ,মৃন্ময়,।
ম্ম- সম্মানিত
ল্ম- গুল্ম,বাল্মীকি,শাল্মলী (শিমুল)।
- যুক্তব্যঞ্জনের মধ্যে বা শেষে ম উচ্চারিত হয় না, দ্বিত্ব হয় না, কিন্তু নাসিক্য হয়।যেমন- যক্ষ্মা, লক্ষ্মণ।
- কৃৎ ঋণ শব্দের আদিতে ম উচ্চারিত।যেমনঃস্মিতাপাতিল,সুষ্মিতা,
য-ফলার উচ্চারণ
য-ফলার উচ্চারণ গুলো নিচে দেওয়া হলঃ
- শব্দের প্রথমে অ-কারান্ত বা আ-কারান্ত বর্ণে য -ফলা যুক্ত হলে উচ্চারণ অ্যা হয়।যেমনঃ ব্যয়, খ্যাত, ব্যাথা, ব্যাকরণ।
- য-ফলা যুক্ত বর্ণের পর ই-কার থাকলে এ উচ্চারিত হয়। যেমনঃব্যাক্তি
- শব্দের অন্তে বা মধ্যে য-ফলা থাকলে দ্বিত্ব হবে। যেমনঃ উদ্যান,বিদ্যা, তথ্য।
মহাপ্রাণ হলে প্রথমটি অল্পপ্রাণ দ্বিতীয়টি মহাপ্রাণ। - হ এবং য ফলা যুক্ত হলে হ লোপ পায়। যেমনঃ সহ্য।
- যুক্ত ব্যঞ্জনে য ফলা যুক্ত হলে তার উচ্চারণ থাকে না, অ রক্ষিত।যেমনঃ স্বাস্থ্য, কন্ঠ, বন্দ্যোপাধ্যায়।
ব-ফলা ম-ফলা ও য-ফলা উচ্চারণ সূত্র এবং ফলাযুক্ত শব্দের উদাহরণ।
পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে ‘ব’ ফলা যুক্ত শব্দের উচ্চারণঃ
সম্বন্ধ – শম্ বন্ ধো
অদ্বিতীয় – অদ্ দিতিয়ো
সরস্বতী – শরোশ্ শোতি
নিঃশ্বাস – নিশ্ শাশ
দাসত্ব – দাশোত্ তো
স্বস্তি – শোস্ তি
উদ্বিগ্ন – উদ্ বিগনো
সন্ধান – শন্ ধান
শ্বাপদ – শাপদ্
জ্বালা – জালা
পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে ‘য’ ফলা যুক্ত শব্দের উচ্চারণঃ
ব্যতীত – ব্যাতিতো
ব্যস্ত – ব্যাস্ তো
বিদ্যা – বিদ্ দা
সহ্য – শোজ্ ঝো
প্রত্যেক – প্রোত্ তেক
শয্যাগত – শোয্ যাগত
অসাধ্য – অশাদ্ ধো
ভাগ্য – ভাগ্ গো
মিথ্যা – মিত্ থা
দিব্যি – দিব্ বি
ব্যবস্থা – ব্যাবোস্ থা
ধন্য – ধোন্ নো
পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে ‘ম’ ফলা যুক্ত শব্দের উচ্চারণঃ
সম্মার্জনা – শম্ মারজোনা
উন্মনা – উন্ মনা
আত্মপ্রকাশ – আত্ তোঁপ্রোকাশ্
অকস্মাৎ – অকোশ্ শাঁত
সবিস্ময় – শোবিশ্ ময়
আত্মহত্যা – আত্ তোঁহোত্ তা
সম্মুখ – শম্ মুখ
আজন্ম – আজন্ মো
স্মৃতি – সৃতি
স্মরণ –
আশা করি তোমরা আলিম ২০২২ তৃতীয় সপ্তাহের বাংলা ২য় পত্র অ্যাসাইনমেন্ট ব-ফলা, ম-ফলা ও য-ফলার উচ্চারণসূত্র এবং গদ্য ও কবিতা থেকে বাছাইকৃত ফলাযুক্ত শব্দের উচ্চারণ এর উত্তর বুঝতে পেরেছ |
একাদশ ( HSC ) অ্যাসাইনমেন্ট । দ্বিতীয় (২য়) সপ্তাহের জন্য নবম শ্রেণীর ৬টি বিষয়ে দেয়া হয়েছেইংরেজি, পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, এবং যুক্তিবিদ্যা।
https://youtu.be/fQCaGWIGbWs
https://youtu.be/ZRNyFO6VjgE
৯ম শ্রেণীর ৯ম সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট উত্তর
এস এস সি ( SSC ) দ্বিতীয় সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্ট উত্তর
এইচ এস সি (HSC ) দ্বিতীয় সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর
ইংরেজি এসাইনমেন্ট উত্তর
পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
অর্থনীতি এসাইনমেন্ট উত্তর
পৌরনীতি ও সুশাসন এসাইনমেন্ট উত্তর
যুক্তিবিদ্যা এসাইনমেন্ট উত্তর
তাছাড়া আমাদের ওয়েবসাইটে ( Class 6 ) ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট , ( Class 7 ) সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ( Class 8 ) অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট , (Class 9) নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, (SSC ) দশম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ( HSC ) একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট উত্তর দেওয়া হয়ে থাকে আপনারা চাইলে দেখতে পারেন ।