HSC ( একাদশ ) শ্রেণীর ২য় সপ্তাহের যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্ট সমাধান
একাদশ ( HSC ) শ্রেণির দ্বিতীয় (২য়) সপ্তাহের যুক্তিবিদ্যা (Logic) এসাইনমেন্ট সমাধান ২০২২ pdf – HSC Logic 2nd week Assignment Answer,২০২২ সালের এইচএসসি পরীক্ষার এসাইনমেন্ট উত্তর, এইচ এস সি ২য় সপ্তাহের যুক্তিবিদ্যা এসাইনমেন্ট উত্তর, এইচএসসি যুক্তিবিদ্যা ২য় পত্র অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১, HSC Logic Assignment 2021 1st Week, এইচএসসি ২য় সপ্তাহের যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্ট সমাধান, HSC 2022 Assignment pdf
২০২১ সালের একাদশ শ্রেণী এবং ২০২২ সালে এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এইচ এস সি ২০২২ এর সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। ২০২০ এবং ২০২১ শিক্ষাবর্ষে বেশিরভাগ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের জন্য ২০২২ সালের এইচ এস সি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে এনসিটিবি। এইচএসসি ২য় সপ্তাহের যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্ট সমাধান, XI Class College Assignment Solution 2022
একাদশ ( HSC ) শ্রেণীর এসাইনমেন্ট যুক্তিবিদ্যা ( Logic ) উত্তর
একাদশ ( HSC ) যুক্তিবিদ্যা (Logic)অ্যাসাইনমেন্ট । নতুন দ্বিতীয় (২য়) সপ্তাহের জন্য ৬টি বিষয়ে দেয়া হয়েছে ইংরেজি, পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, এবং যুক্তিবিদ্যা। তাই আপনাদের জন্য দ্বিতীয় (২য়) সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান এখানে দেয়া হয়েছে। নিচে থেকে দেখে নিন একাদশ ( HSC ) শ্রেণির যুক্তিবিদ্যা (Logic)এসাইনমেন্ট উত্তর ২০২১। HSC Logic Assignment Answer 2nd Week, Inter 1st Year Assignment Answer
HSC ( একাদশ ) শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যুক্তিবিদ্যা (Logic)বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী যুক্তিবিদ্যা (Logic)সাবজেক্ট খুব বেশি বুঝেনা। এবং আমরা জানি যে, সম্প্রতি করোনাভাইরাসের কারণে ক্লাস নাইনের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এই ক্ষতিটা কিছুটা পুষিয়ে নেয়ার জন্য একাদশ ( HSC ) শিক্ষার্থীদের এসাইনমেন্ট তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। একাদশ ( HSC ) শ্রেণির যুক্তিবিদ্যা ( Logic ) অ্যাসাইনমেন্ট ২০২২, একাদশ ( HSC ) Logic Assignment Answer 2nd Week.একাদশ শ্রেণির এসাইনমেন্ট যুক্তিবিদ্যা প্রশ্ন উত্তর, HSC Assignment 2021 Logic science Answer
HSC ( একাদশ ) শ্রেণীর ২য় সপ্তাহের যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্ট সমাধান
তাছাড়া HSC ( একাদশ ) শ্রেণির যুক্তিবিদ্যা সাবজেক্ট তোমরা পড়ে তারপর এসাইনমেন্ট উত্তর লিখবে । অবশ্যই এসাইনমেন্ট সুন্দর করে লিখতে হবে হাতের লেখা খারাপ হলে অনেক সময় নাম্বার কম পাওয়া যায় ।এজন্য তোমরা চেষ্টা করবে এসাইনমেন্ট উত্তর খুব সুন্দর ভাবে লিখতে। একাদশ শ্রেণির যুক্তিবিদ্যা এসাইমেন্ট সমাধান দেয়া হয়েছে ,সেখান থেকে চাইলে খুব সুন্দর ভাবে লিখতে পারবে। hsc Logic assignment solution. hsc assignment Logic 2nd week, HSC Assignment Answer 2021 2nd Week,
একাদশ ( HSC ) শ্রেণির যুক্তিবিদ্যা এসাইনমেন্ট
আপনাদের বাকি এসাইনমেন্ট গুলো আমার ওয়েবসাইটে দেয়া হবে সেখান থেকে চাইলে উত্তর লিখতে পারবে ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, চলমান কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণি কার্যক্রমে সম্পৃক্ত করতে না পারায় শিক্ষা মন্ত্রণালয় এর বিকল্প হিসেবে বিভিন্ন কার্যক্রম প্রহণ করেছে। ইতােমধ্যে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি পূনর্বিনাস করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মুল্যায়নের আওতায় আনয়নের জন্য বিষয়ভিত্তি ক মূল্যায়ন রুব্রিক্সসহ অ্যাসাইনমেন্ট প্রণয়ন কর হয়েছে।
২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের যুক্তিবিদ্যা এসাইনমেন্ট উত্তর ২য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১
সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা একাদশ শ্রেণির মানবিক বিভাগের একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আপনারা অনেকেই অনলাইনে এই সম্পর্কে জানতে চাচ্ছেন । তাই আপনাদের কথা চিন্তা করে আমরা আমাদের এই আর্টিকেল ।
যেহেতু করোনা মহামারীর কারণে গত 18 মার্চ ২০২০ তারিখ হতে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে । তাই শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট তৈরি করার মাধ্যমে পরবর্তী ক্লাসে প্রমোশন দেয়া হবে। 2021 সালের এইচএসসি পরীক্ষার মাধ্যমে প্রমোশন’ দেওয়া হলেও ২০২২ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের কোন প্রকার অটো প্রমোশন দেয়া হবে না ।
তাই প্রত্যেক শিক্ষার্থীকে এসাইনমেন্ট এর মাধ্যমে মূল্যায়ন করতে হবে । মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে। তাই শিক্ষার্থীদের প্রতি মনোযোগ সহকারে অ্যাসাইনমেন্ট তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে । একাদশ শ্রেণির যুক্তিবিদ্যা এসাইনমেন্ট উত্তর
একাদশ শ্রেণির এসাইনমেন্ট যুক্তিবিদ্যা ২য় সপ্তাহ
গত ১৭ জুন 2021 তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যুক্তিবিদ্যা ২য় পত্র বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট এর সিলেবাস প্রকাশ পায় ।
২০২২ সালের এইচ এস সি পরীক্ষার যুক্তিবিদ্যা এসাইনমেন্ট প্রশ্ন উত্তর
২০২২ সালের এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এসাইনমেন্ট
এসাইনমেন্ট নম্বর : ২
অধ্যায় : প্রথম
বিষয়: যুক্তিবিদ্যা
পত্র:দ্বিতীয়
বিষয় কোড: ১২২
এসাইনমেন্ট নির্ধারিত কাজ :
মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী – এর ব্যতিক্রম হলে সংজ্ঞায় যে ধরনের ত্রুটি দেখা দেয় তা বিশ্লেষণ কর।
নির্ধারিত এসাইনমেন্ট এর উত্তর
যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা :
যুক্তিবিদ্যায় যুক্তিকে যথার্থ রূপে প্রয়ােগ করার প্রয়ােজনে যুক্তিবাক্যের অন্তর্গত পদের অর্থ সুনির্দিষ্ট ও সুস্পষ্ট হওয়া আবশ্যক। আর পদের সুনির্দিষ্ট ব্যবহারের জন্যই সংজ্ঞা সম্পর্কিত আলােচনা গুরুত্বপূর্ণ। কেননা, যৌক্তিক সংজ্ঞার অর্থ হল পদের সংজ্ঞা। আমরা জানি যে, শব্দের অর্থ নির্দিষ্ট না হলে সুচিন্তন বা সুযুক্তি সম্ভব হয়ে উঠে না। শুধুমাত্র সংজ্ঞার সাহায্যে শব্দ বা পদের অর্থ যথার্থ ও নির্দিষ্ট করা সম্ভব হয়। সেজন্য যুক্তিবিদ্যায় সংজ্ঞার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি : যৌক্তিক সংজ্ঞা দানের সহজ উপায় হলোে, পদের আসন্নতম জাতিকে এবং ঐ বিশেষ পদটির বিভেদক লক্ষণকে উল্লেখ করা।
যেমন – মানুষ পদের সংজ্ঞা হল :সব মানুষ দুয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী’। এখানে মানুষ পদের আসন্নতম জাতি হল ‘ প্রাণী’। আর এ বিভেদক লক্ষণ হল ‘ বুদ্ধিবৃত্তি’। সংজ্ঞা প্রসঙ্গে বলা হয়, কোনাে পদের সংজ্ঞা প্রদান করতে হলে এর জাত্যর্থ উল্লেখ করতে হবে। কিন্তু উদাহরণ দিতে গিয়ে আমরা কখনাে জাত্যর্থ, জাতি এবং বিভেদক লক্ষণ উল্লেখ করি। তাই সংজ্ঞার প্রকৃতি প্রসঙ্গে আমাদের জানা উচিত, কোানোে পদের সংজ্ঞা প্রদান করার অর্থ হল, ঐ পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ সুস্পষ্টভাবে প্রকাশ করা।
যৌক্তিক সংজ্ঞা :
সাধারণভাবে বলা হয়ে থাকে যে, যৌক্তিক সংজ্ঞার অর্থ হল একটি পদের পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্টভাবে প্রকাশ করা। অর্থাৎ একটা পদের সম্পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্টভাবে ব্যক্ত করাই হল যৌক্তিক সংজ্ঞা। যেমন : ‘মানুষ’ পদটির সংজ্ঞা দান করতে বলা হলে আমাদের, ‘মানুষ’ পদের জাত্যর্থের সুস্পষ্ট উল্লেখ করে বলতে হবে যে, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী | আমরা জানি মানুষ পদের জাত্যর্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি ও প্রাণীত্ব , এখানে দুটো গুণেরই উল্লেখ আছে। অন্য কোনাে গুণের উল্লেখ সংজ্ঞায় থাকতে পারেনা। যে পদের সংজ্ঞা প্রদান করা হয় , তাকে সংজ্ঞেও পদ বলে | আর যে – পদের মাধ্যমে সংজ্ঞা প্রদান করা হয় তাকে সংজ্ঞার্থ পদ বলে।
যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী :
কোনাে পদের সংজ্ঞা সঠিক ভাবে প্রদানের জন্য আমাদের কিছু নিয়ম অনুসরণ করা আবশ্যক। এসব নিয়ম লঙ্ঘন করা হলে যেসব অনুপপত্তি ঘটে তা নিম্নরূপ :
নিয়ম : কোনাে পদের সংজ্ঞা দিতে হলে সেই পদটির সম্পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে | জাত্যর্থের অতিরিক্ত কিংবা জাত্যর্থের অংশমাত্র উল্লেখ করলে চলবে না। অর্থাৎ একটি পদের সংজ্ঞা দিতে হলে এর আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ উল্লেখ করে সংজ্ঞা প্রদান করতে হবে। কারণ একটি পদের আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষ সুনির্দিষ্ট থাকে। যেমন- মানুষ পদের সংজ্ঞা হল , ‘সব মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী’। কোনাে ক্ষেত্রে এ নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে।
অনুপপত্তি:
যৌক্তিক সংজ্ঞা প্রদান করতে গিয়ে একটা পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ যথার্থভাবে উল্লেখ আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ যথার্থভাবে উল্লেখ করা না হলে যেসব অনুপপত্তি ঘটে সেগুলি হল :
ক) বাহুল্য সংজ্ঞা ( Redundant Definition):
সংজ্ঞায় যদি জাত্যর্থের অতিরিক্ত কোনাে গুণের উল্লেখ করা হয় এবং সেই অতিরিক্ত গুণটি যদি উপলক্ষণ হয় , তাহলে সংজ্ঞা করণে বাহুল্যদুষ্ট সংজ্ঞা অনুপপত্তি ঘটে। যেমন – ‘ মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন এমন প্রাণী যে ভালমন্দ বিচার করতে পারে। এখানে ভালমন্দ বিচার করার ক্ষমতা – এ অতিরিক্ত গুণটি উপলক্ষণ হওয়ায় সংজ্ঞাকরণে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
খ) অবান্তর লক্ষণজনিত সংজ্ঞা (Accidental Definition ):
সংজ্ঞায় যদি জাত্যর্থের অতিরিক্ত কোনা গুণের উল্লেখ করা হয় এবং অতিরিক্ত গুণটি যদি অবান্তর লক্ষণ হয় তবে সেক্ষেত্রে অবান্তর লক্ষণ জনিত সংজ্ঞা অনুপপত্তি ঘটবে। যেমন – সব মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ বিশিষ্ট প্রাণী’। এ সংজ্ঞার্টির ক্ষেত্রে মানুষ পদের সংজ্ঞা প্রদান করতে গিয়ে এর আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ ছাড়াও দ্বিপদ বিশিষ্ট উল্লেখ করা হয়েছে। এ বৈশিষ্ট্য মানুষ পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে এক্ষেত্রে অবান্তর লক্ষণ জনিতসংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
গ) অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি (Too Narrow Definition ):
কোনাে পদের সংজ্ঞা প্রদান করতে গিয়ে উক্ত পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ ছাড়াও অতিরিক্ত বৈশিষ্ট্য হিসাবে যদি কোনাে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উল্লেখ করা হয় , তাহলে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটবে। যেমন-‘সব মানুষ হল বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য প্রাণী’। এখানে মানুষ পদের সংজ্ঞা প্রদান করতে গিয়ে এর আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ এর সাথে ‘সভ্য’ বৈশিষ্ট্যটি উল্লেখ করায় মানুষ পদের ব্যাপকতা গ্রাস পেয়েছে। কারণ মানুষ সভ্য ও অসভ্য দুধরনের হয়। এখানে অসভ্য বৈশিষ্ট্যটি বাদ পড়ায় অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
ঘ) অভিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি (Too wide Definition ):
কোনাে পদের সংজ্ঞা দেয়ার অর্থ হল এর আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা। কিন্তু কোনাে ক্ষেত্রে উক্ত আসন্নতম জাতি ও বিভেদক লঙ্কণ সামগ্রিকভাবে উল্লেখ না করে এর কোনাে একটি উল্লেখ করা হলে সংজ্ঞা অসম্পূর্ণ বলে বিবেচিত হবে । এ ক্ষেত্রে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটবে।
যেমন- ‘সব মানুষ হয় প্রাণী’। এ যুক্তিবাক্যে মানুষ পদটির আসন্নতম জাতি উল্লেখ করা হয়েছে, কিন্তু বিভেদক লক্ষণ উল্লেখ করা হয়নি। ফলে উক্ত পদের ব্যাপকতা বৃদ্ধি পাবার কারণে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কতিপয় নিয়মাবলী মেনে চলা আবশ্যক।
যেমন – সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ জাত্যর্থের উল্লেখ করতে হবে। এ নিয়ম লঙ্গন করলে বাহুল্য দুষ্ট সংজ্ঞা অনুপপত্তি , অবান্তর লঙ্কণ জনিতসংজ্ঞা অনুপপত্তি , অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ও অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। সংজ্ঞা পদ, অপেক্ষা সংজ্ঞেয় পদ স্পষ্টতর হতে হবে। নতুবা রূপক বা দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি ঘটবে। যে পদের সংজ্ঞা দেওয়া হয় সংজ্ঞায় তার সমার্থক শব্দ উল্লেখ করা যাবেনা। সমার্থক শব্দ উল্লেখ করলে চক্রক সংজ্ঞার অনুপপত্তি ঘটবে। যে পদের সংজ্ঞা ইতিবাচক ভাবে দেয়া যায় তা নেতিবাচক ভাবে দিলে নেতিবাচক সংজ্ঞা অনুপপত্তি ঘটবে।
সুতরাং বলা যায় যে, ” মানুষ হয় বৃদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী
“- এর ব্যতিক্রম ঘটলে সজ্ঞায় ক্রটি দেখা দেয়।
তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তাহলে তারাও খুব সহজে যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্ট লিখতে পারবে ।
HSC একাদশ শ্রেণির ৩য় সপ্তাহের ইংরেজি ২য় পত্র এসাইনমেন্ট প্রশ্ন উত্তর
যৌক্তিক সংজ্ঞা শিখনফল:
১. যৌক্তিক সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে।
২. যৌক্তিক প্রাসঙ্গিকতা সংজ্ঞার মূল্যায়ননা করতে পারবে।
৩. সংজ্ঞার নিয়মাবলি বর্ণনা করতে পারবে।
৪. সংজ্ঞার নিয়ম ল্জানজনিত অনুপপত্তিসমূহ মূল্যায়ন করতে পারবে।
৫. যথার্থ সংজ্ঞা প্রদানে সমর্থ হবে।
৬, সংজ্ঞার অনুপপত্তিজনিত, সমস্যার সমাধান করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি)
- যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা ও প্রকৃতি
- যৌক্তিক সংজ্ঞা
- সংজ্ঞা নিয়মাবলি
- সংজ্ঞার নিয়ম লংঘনজনিত অনুপপত্তি
নির্দেশক
- যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা ও প্রকৃতি
- যৌক্তিক সংজ্ঞা
- সংজ্ঞার নিয়মাবল
- যৌক্তিক সংজ্ঞার নিয়ম লংঘনজনিত অনুপপত্তি
উত্তম নাম্বার
- সংজ্ঞা ও যৌক্তিক সংজ্ঞার পার্থক্য এবং উদাহরণসহ যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা ও প্রকৃতি ব্যাখ্যা করলে
- উদাহরণসহ যৌক্তিক সংজ্ঞা যথার্থ ব্যাখ্যা করলে
- যৌক্তিক সংজ্ঞার পাঁচটি নিয়ম ব্যাখ্যা করলে
- উদাহরণসহ যৌক্তিক সংজ্ঞার পাঁচটি নিয়ম লংঘনজনিত অনুপপত্তি ব্যাখ্যা করলে
Join our YouTube channel
একাদশ শ্রেণির এসাইনমেন্ট পৌরনীতি ও সুশাসন (Civics) ২য় পত্র
একাদশ শ্রেণির পৌরনীতি ২য় পত্র এসাইনমেন্ট প্রশ্ন উত্তর
প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্টের উত্তর পেতে আমাদের TechnicalMomiN ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন । তাহলে এসাইনমেন্ট এর উত্তর দেবার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে।
https://youtu.be/Mug_mFmVoJQ
এইচ এস সি দ্বিতীয় সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর
ইংরেজি এসাইনমেন্ট উত্তর
পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
অর্থনীতি এসাইনমেন্ট উত্তর
পৌরনীতি ও সুশাসন এসাইনমেন্ট উত্তর
যুক্তিবিদ্যা এসাইনমেন্ট উত্তর
তাছাড়া আমাদের ওয়েবসাইটে ( Class 6 ) ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট , ( Class 7 ) সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ( Class 8 ) অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট , (Class 9) নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, (SSC ) দশম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ( HSC ) একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট উত্তর দেওয়া হয়ে থাকে আপনারা চাইলে দেখতে পারেন ।
নবম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্টের
https://youtu.be/e5rFJbb9YhA