একাদশ শ্রেণির খাদ্য ও পুষ্টি ১ম পত্র অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ | ৪র্থ সপ্তাহ বিষয়: ২০২২ সালের একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য প্রণীত ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান সূত্র: ১. এনসিটিবি এর স্মারক নং শি:শা: ২২২/৯৪/৯৭৮; তারিখ- ৭ জুন ২০২১ ২. মাউশি অধিদপ্তরের স্মারক নম্বর ৩৭.০২.০০০০,১০৫.০৬.০০১.২১.৩৯০, ১৩ জুন, ২০২১ এর বিজ্ঞপ্তি। উপর্যুক্ত বিষয় ও সুত্রের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, চলমান কোভিড১৯ অতিমারির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করা হয়েছে।
HSC Food and Nutrition 1st Paper Assignment Answer 2021
এরই ধারাবাহিকতায় গ্রীড অনুযায়ী ৪র্থ সপ্তাহের জন্য বাংলা, পদার্থবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিষয়ের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ১৯ জুলাই, ২০২১খ্রি. সােমবার থেকে শুরু হবে।
এ পরিপ্রেক্ষিতে কোভিড১৯ সংক্রমণ রােধে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি যথাযথ প্রতিপালনপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল নির্ণয় করা হবে। পুনর্কিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সপ্তাহ ভিত্তিক শিক্ষার্থী মূল্যায়ন বিবেনায় নিয়ে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণযন করা হয়েছে।
একাদশ শ্রেণির খাদ্য ও পুষ্টি ১ম পত্র অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
সপ্তাহ শুরুর পুর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজগুলাে আপলােড করা হবে এবং সপ্তাহ শেষে শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে (সরাসরিঅনলাইনে) নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে।
একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের খাদ্য ও পুষ্টি এসাইনমেন্ট সমাধান
খাদ্য ও পুষ্টি বিষয়ে চতুর্থ সপ্তাহের এটি তৃতীয় অ্যাসাইনমেন্ট। চতুর্থ সপ্তাহের খাদ্য পুষ্টি বিষয়ক অ্যাসাইনমেন্ট চতুর্থ অধ্যায় থেকে নেওয়া হয়েছে। অধ্যায়ের নাম ও বিষয়বস্তু হলো ক্যালরি। একাদশ শ্রেণির 2022 এর পরীক্ষার্থী দের চতুর্থ সপ্তাহের খাদ্য ও পুষ্টি অ্যাসাইনমেন্ট ক্যালোরি নিয়ে আলোচনা করা হয়েছে।
একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের খাদ্য ও পুষ্টি এসাইনমেন্ট
একাদশ শ্রেণির 2022 চতুর্থ সপ্তাহের খাদ্য ও পুষ্টি বিষয়ে অ্যাসাইনমেন্ট সমাধান করার জন্য ক্যালোরি ছক তৈরি করতে হবে। নিজ পরিবার বা প্রতিবেশী অথবা আত্মীয়দের যেকোনো 5 জন ব্যক্তির তথ্য সংযুক্ত করতে হবে। এবং তাদের ক্যালরির চাহিদার পার্থক্য কি কারণে সৃষ্টি হচ্ছে তা চিহ্নিত করতে হবে। এবং তালিকায় প্রাপ্ত ক্যালরির চাহিদার সাথে অনুমোদিত চাহিদার সামাঞ্জস্য নিরূপণ করতে হবে।
একাদশ শ্রেণির 2022 চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করার পূর্বে অবশ্যই 5 জন ব্যক্তির তথ্য সংগ্রহ করতে হবে। খাদ্য ও পুষ্টি বিষয়ের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পারলে কয়েকটি বিষয়ে জ্ঞান লাভ করা যাবে।ক্যালোরি ও ক্যালরি চাহিদা ব্যাখ্যা করতে পারবে। বয়স লিঙ্গ ভেদে ক্যালরি চাহিদা বর্ণনা করতে পারবে।
একাদশ শ্রেণির এসাইনমেন্ট ৪র্থ সপ্তাহের খাদ্য ও পুষ্টি প্রশ্ন উত্তর
চতুর্থ সপ্তাহের খাদ্য ও পুষ্টি বিষয়ে অ্যাসাইনমেন্ট সমাধান করার জন্য কিছু নির্দেশনা মেনে চলতে হবে। আলাদা আলাদা ভাবে একজন ব্যক্তির ক্যালরি চাহিদা নির্ণয় করতে হবে। যথাযথভাবে শখ পূরণ করে ব্যক্তিবিশেষের ক্যালরি চাহিদার পার্থক্যের কারণ উল্লেখ করতে হবে। বয়স অনুযায়ী অনুমোদিত ক্যালরি চাহিদা শখ উপস্থাপন করতে হবে। এছাড়াও অনুমোদিত চাহিদার সাথে ব্যক্তিগণের দৈনিক চাহিদা তুলনা করতে হবে। একাদশ শ্রেণির পরীক্ষার্থী 2022 চতুর্থ সপ্তাহের খাদ্য ও পুষ্টি বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার জন্য প্রয়োজনে পাঠ্যপুস্তক, শ্রেণি শিক্ষক এবং ইন্টারনেটের সহযোগিতা নেওয়া যেতে পারে।
অ্যাসাইনমেন্ট নম্বর: ৩, অধ্যায়: চতুর্থ ক্যালরি
অ্যাসাইনমেন্টঃ নিজ পরিবার প্রতিবেশী/আত্মীয়দের যেকোনাে ৫জন ব্যক্তির তথ্য ছকে সন্নিবেশ করে সেটি পর্যালােচনার ভিত্তিতে ব্যক্তি বিশেষের ক্যালরির চাহিদার পার্থক্যের কারণ চিহ্নিতকরণ এবং তালিকায় প্রাপ্ত ক্যালরির চাহিদার সাথে অনুমােদিত চাহিদার সামঞ্জস্যতা নিরূপণ;
ক্রমিক, বয়স, লিঙ্গ, ওজন, শ্রমের ধরন, দৈনিক ক্যালরির চাহিদা
শিখনফল/বিষয়বস্তুঃ ১. ক্যালরি ব্যাখ্যা করতে পারবে; ২. ক্যালরির চাহিদা নির্ণয়ে প্রভাব সৃষ্টিকারী বিষয় সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে; ৩. বয়স ও লিঙ্গ ভেদে ক্যালরির চাহিদা বর্ণনা করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. আলাদা আলাদাভাবে পাঁচজন ব্যক্তির ক্যালরির চাহিদা নির্ণয়
২. যথাযথভাবে ছক পূরণ।
৩. ব্যক্তি বিশেষের ক্যালরির চাহিদার পার্থক্যের কারণের তালিকা তৈরি;
৪. বয়স অনুযায়ী অনুমােদিত ক্যালরির চাহিদার ছক উপস্থাপন;
৬. অনুমােদিত চাহিদার সাথে উক্ত ব্যক্তিগণের দৈনিক চাহিদা তুলনা প্রয়ােজনে পাঠ্যপুস্তক শ্রেণি শিক্ষক ও ইন্টারনেটের সহায়তা নেওয়া যেতে পারে;
নোট: খুব শীঘ্রই উত্তর দেওয়া হবে।
এসএসসি প্রথম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১
১ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান
অর্থনীতি
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
ফিন্যান্স ও ব্যাংকিং
ব্যবসায় উদ্যোগ
Finance and Banking 1st Week Assignment Answer
Biology 1st Week Assignment Answer
Business Entrepreneurship 1st Week Assignment Answer
৯ম শ্রেণীর ৯ম সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট উত্তর
এস এস সি ( SSC ) দ্বিতীয় সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্ট উত্তর
এইচ এস সি (HSC ) দ্বিতীয় সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর
ইংরেজি এসাইনমেন্ট উত্তর
পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
অর্থনীতি এসাইনমেন্ট উত্তর
পৌরনীতি ও সুশাসন এসাইনমেন্ট উত্তর
যুক্তিবিদ্যা এসাইনমেন্ট উত্তর
তাছাড়া আমাদের ওয়েবসাইটে ( Class 6 ) ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট , ( Class 7 ) সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ( Class 8 ) অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট , (Class 9) নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, (SSC ) দশম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ( HSC ) একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট উত্তর দেওয়া হয়ে থাকে আপনারা চাইলে দেখতে পারেন ।