এইচএসসি ব্যাচ-2021 অর্থনীতি সপ্তাহের এসাইনমেন্ট ১ মসপ্তাহের প্রশ্ন উত্তর – HSC Economy 1st week Assignment Answer 2021 : HSC Exam Batch-2021 অ্যাসাইনমেন্ট

Spread the love

এইচ-এস-সি-ব্যাচ-2021-অর্থনীতি-প্রথম-সপ্তাহ-অ্যাসাইনমেন্ট-উত্তর

এইচএসসি ব্যাচ-2021 অর্থনীতি সপ্তাহের এসাইনমেন্ট ১ মসপ্তাহের প্রশ্ন উত্তর – HSC Economy 1st week Assignment Answer 2021 : HSC Exam Batch-2021 অ্যাসাইনমেন্ট

বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাদের অফিশিয়াল ওয়েবসাইট dshe.gov.bd তে এক নোটিশের মাধ্যমে এইচএসসি 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট একসাথে প্রকাশ করেছে। যা 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস অনুযয়ী নির্ধারণ করা হয়েছে। আমরা বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এইচএসসি 2021 সালের অর্থনীতি অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন সংগ্রহ করে এর সঠিক এবং পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করেছি। আপনি যদি এইচএসসি 2021 সালের পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থী হন এবং এইচএসসি প্রথম সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্ট নির্ভুল এবং পূর্ণাঙ্গ সমাধান চান। তাহলে এই পোষ্ট টি আপনার জন্য।

কেননা আপনি আমাদের প্রকাশিত এই পোষ্টের মাধ্যমে এইচএসসি 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অর্থনীতি প্রথম সপ্তাহের প্রশ্ন সহ পূর্ণাঙ্গ উত্তর পেয়ে যাবেন। যেহেতু এবছর করণা মহামারীর কারণে এইচএসসি পরীক্ষার্থীদের সকল বিষয়ের উপর সরাসরি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তাই বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড অ্যাসাইনমেন্ট এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বোর্ড পরীক্ষার নম্বর মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং প্রত্যেক ছাত্র-ছাত্রীদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে নিজ নিজ কলেজে জমা প্রদান করা বাধ্যতামূলক। এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীদের অর্থনীতি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর পেতে পুরো পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।

এইচএসসি ব্যাচ 2021 মানবিক বিভাগ All-Subjects অ্যাসাইনমেন্ট উত্তর

আপনি কি এইচএসসি পরীক্ষার্থীদের 2021 সালের মানবিক বিভাগের শিক্ষার্থী? এবং একসাথে এইচএসসি মানবিক বিভাগের জন্য প্রকাশিত সকল বিষয়ের একসাথে উত্তর চাচ্ছেন। তাহলে আপনি আমাদের ওয়েবসাইট থেকে সবার আগে সর্বপ্রথম এইচএসসি 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী মানবিক বিভাগের শিক্ষার্থীদের সকল বিষয়ের একসাথে পূর্ণাঙ্গ উত্তর পেয়ে যাবেন। কেননা একমাত্র আমরা আমাদের ওয়েবসাইট Technicalmomin.com এর মাধ্যমে সবার আগে সর্বপ্রথম ধারাবাহিকভাবে মানবিক বিভাগের সকল সপ্তাহের সকল বিষয়ে সঠিক এবং পূর্ণাঙ্গ উত্তর প্রদান করে থাকি।

 

যেহেতু এবছর এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীদের শুধুমাত্র গ্রুপ বিষয়ের উপর এইচএসসি পরীক্ষা হবে৷ তাই বাংলাদেশ শিক্ষা বোর্ড এইচএসসি শিক্ষার্থীদের শুধু গ্রুপ বিষয়ে ওপর অ্যাসাইনমেন্ট প্রদান করেছে। এইচএসসি মানবিক বিভাগের গ্রুপ বিষয়গুলো হল অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, ইসলাম শিক্ষা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল। এই বিষয়গুলোর বিতর যাদের মূল বিষয় রয়েছে শুধুমাত্র মূল বিষয়ের উপর অ্যাসাইনমেন্টের উত্তর জমা প্রদান করতে হবে। এইস এস সি ব্যাচ 2021 এর মানবিক বিভাগের সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

 

 

২০২১ সালের এইচএসসি পরীক্ষার অর্থনীতি প্রথম পত্র ১ম অ্যাসাইনমেন্ট

(HSC 2021 Economics First Paper 1st Assignment)

এইচএসসি 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী মানবিক বিভাগের শিক্ষার্থীদের অর্থনীতি প্রথম সপ্তাহের জন্য তাদের পুনঃনির্ধারিত সিলেবাস অনুযায়ী দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ থেকে প্রশ্ন করা হয়েছে। যেহেতু অনেক ছাত্র ছাত্রীর পক্ষে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একসাথে সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন থেকে নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন সংগ্রহ করতে সমস্যার সম্মুখীন হন। তাদের কথা বিবেচনা করে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত প্রতিটি বিষয় ভিত্তিক আলাদা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন প্রকাশ করে থাকি।

এইচএসসি ২০২১ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট

ফলে আপনারা খুব সহজেই আমাদের ওয়েবসাইট থেকে প্রতিটি বিষয় ভিত্তিক আলাদা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন পেয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ আমরা অর্থনীতি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন প্রকাশ করেছি। আমরা ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ের ব্যাখ্যা সহ প্রশ্ন প্রকাশ করে থাকি। ফলে ছাত্রছাত্রীদের প্রশ্নের ব্যাখ্যা বসে নিজে নিজেই উত্তর তৈরি করতে অথবা খুব সহজেই উত্তর খুঁজে পেতে সক্ষম হন। এইচএসসি এবার 2021 অর্থনীতি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন নিচে দেওয়া হল।

এইচ এস সি ব্যাচ 2021 অর্থনীতি প্রথম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর

মানবিক বিভাগের ঐচ্ছিক বিষয় হিসেবে অর্থনীতি নির্বাচনকারী শিক্ষার্থীদের জন্য ২০২১ সালের এইচএসসি পরীক্ষার প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অর্থনীতি পাঠ্য বইয়ের প্রথম এসাইনমেন্ট নেয়া হয়েছে দ্বিতীয় অধ্যায়ঃ উৎপাদকের আচরণ থেকে।

মোট ১৬ নম্বরের অর্থনীতি বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে গিয়ে মানবিক বিভাগের শিক্ষার্থীরা উপযোগের ধারণা ব্যাখ্যা, মোট ও প্রারম্ভিক উপযোগের সম্পর্ক নির্ণয়, কাল্পনিক সূচি/ বাস্তব ঘটনার ভিত্তিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি লেখচিত্র অঙ্কন করে তা ব্যাখ্যা করতে পারবে। এইচ এস সি ব্যাচ 2021 অর্থনীতি প্রথম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর

নিচের ছবিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার অর্থনীতি প্রথম পত্র ১ম অ্যাসাইনমেন্ট (HSC 2021 Economics First Paper 1st Assignment) বিস্তারিত উল্লেখ করা হলো।

এইচ এস সি ব্যাচ 2021 অর্থনীতি প্রথম সপ্তাহ এসাইনমেন্ট প্রশ্ন

HSC 2021 Economics First Paper 1st Assignment

 

স্তর: এইচএসসি পরীক্ষা ২০২১

বিভাগ: মানবিক

বিষয়ঃ অর্থনীতি,

পত্র: প্রথম

বিষয় কোড-১০৯

অ্যাসাইনমেন্ট নং-১

 

অধ্যায় ও শিরোনামঃ দ্বিতীয় অধ্যায়: উৎপাদকের আচরণ।

অ্যাসাইনমেন্টঃ একজন ভােক্তা মােট ৭ একক দ্রব্য ভােগের ক্ষেত্রে প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম একক ভােগের ক্ষেত্রে মােট উপযােগ যথাক্রমে ১২, ৩০, ৪০ ও ৪২ একক এবং দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ একক ভােগের ক্ষেত্রে প্রান্তিক উপযােগ যথাক্রমে ১০, ৬ ও ২ একক হয়।

প্রদত্ত তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সূচি প্রণয়ন সাপেক্ষে পাঠ্যপুস্তকের সংশ্লিষ্ট বিধিটি ব্যতিক্রমসহ রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন;

শিখনফল /বিষয়বস্তুঃ উপযােগের ধারণা ব্যাখ্যা করতে পারব; মােট ও প্রান্তিক উপযােগের সম্পর্ক নির্ণয় করতে পারব; কাল্পনিক সূচি/বাস্তব ঘটনার ভিত্তিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযােগ বিধির লেখচিত্র অংকন করে তা ব্যাখ্যা করতে পারব।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১. উপযােগের ধারণা;

২. মােট উপযােগ ও প্রান্তিক উপযােগের সম্পর্ক;

৩. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযােগ বিধি;

৪. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযােগ বিধির ব্যতিক্রম;

এইচ এস সি ব্যাচ 2021 অর্থনীতি প্রথম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর

প্রিয় এইচএসসি 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী মানবিক বিভাগের শিক্ষার্থীরা। কোন রকম খরচ ও ঝামেলা ছাড়াই আপনারা আমাদের ওয়েবসাইট থেকে এইচএসসি প্রথম সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর ডাউনলোড করে নিতে পারছেন। আমাদের ওয়েবসাইটের বিশেষজ্ঞ শিক্ষকগণ প্রতিটি বিষয়ের অ্যাসাইনমেন্ট এর সঠিক এবং নির্ভুল উত্তর প্রদান করে থাকেন। ফলে আমাদের ওয়েবসাইট থেকে এইচএসসি অর্থনীতি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর দাউনলোড করে এসএমএস সম্পন্ন করে আপনি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর এবং A+ পেতে পারেন। আপনি আমাদের ওয়েবসাইট থেকে লিখিত উত্তর ছাড়াও প্রতিটি উত্তরের পিডিএফ এবং জেপিজি ফাইল ডাউনলোড করে নিতে পারেন।

এইচএসসি ব্যাচ-2021 অর্থনীতি ১ম সপ্তাহ এসাইনমেন্ট উত্তর

এইচএসসি 2021 সালে পরীক্ষায় অংশগ্রহণকারী এমন অনেক শিক্ষার্থী আছেন যারা গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন। ফলে নেটওয়ার্ক ব্যবস্থা দুর্বলতার কারণে তাদের পক্ষে সরাসরি অনলাইনে থেকে অ্যাসাইনমেন্টের উত্তর সংগ্রহ করা সম্ভব হয় না। আমরা তাদের কথা বিবেচনা করে প্রতিটি লিখিত অ্যাসাইনমেন্ট এর পাশাপাশি এর পিডিএফ এবং জেপিজি ফাইল দিয়ে থাকি। যাতে করে ছাত্র-ছাত্রীরা খুব সহজেই অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে পরবর্তীতে অফলাইনে থেকে উত্তর লিখে নিতে পারেন। এইচএসসি 2021 সালের অর্থনীতি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

 

HSC 2021 Economics First Paper 1st Assignment Answer

উপযােগের ধারণাঃ
কোন দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে অর্থাৎ একজন ব্যক্তি কোন দ্রব্য বা সেবা ভোগ করে যে তৃপ্তি পেয়ে থাকে, তাকে উপযোগ বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন তৃষ্ণার্ত ব্যাক্তি পানি পান করার মাধ্যমে যে তৃপ্তি পেয়ে থাকে সেই তৃপ্তিটুকুই উপযোগ।

‘অধ্যাপক মার্শাল'(১৮৪২-১৯২৪) প্রান্তিক উপযোগ বিশ্লেষণের মাধ্যমে ভোক্তার আচরণ তত্ত্বটি ব্যাখ্যা করেছেন। উপযোগ পরিমাপের একককে মার্শাল ‘util’ হিসাবে বিবেচনা করেছেন। তবে মার্শাল ছাড়াও উপযোগ বিশ্লেষণে আরো অনেকের অবদান রয়েছে।

মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্কঃ

কোন দ্রব্য ভোগের বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টি হল মোট উপযোগ। অন্যদিকে, অতিরিক্ত ১ একক দ্রব্য ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তা হল প্রান্তিক উপযোগ। এবারে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ রেখার সাহায্যে নিম্নে কতগুলো সম্পর্ক উপস্থাপন করা হলোঃ

মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক

 

ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিঃ

একজন ভোক্তা কোন একটি নির্দিষ্ট দ্রব্যের বিভিন্ন একক পর পর ভোগের ফলে মোট উপযোগ ক্রমশঃ বৃদ্ধি পাওয়া সত্বেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। প্রান্তিক উপযোগ ক্রমহ্রাস পাওয়ার এই নীতিকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়।

ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কার্যকারিতা কতগুলো অনুমিত শর্তের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়-
১। উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপ যোগ্য
২। ভোক্তার আচরণ যুক্তিশীল
৩। দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয়
৪। ভোগের বিভিন্ন একক এর মধ্যে সময়ের ব্যবধান স্বাভাবিক
৫। ভোক্তার আয় সীমিত এবং স্থির
৬। ভোক্তার রুচি, অভ্যাস এবং পছন্দ স্থির
৭। অর্থের প্রান্তিক উপযোগ স্থির
৮। দ্রব্যের দাম এবং সম্পর্কিত দ্রব্যের দাম স্থির

অ্যাসাইনমেন্টের তথ্যানুযায়ী পূর্ণাঙ্গ উপযোগ এবং এর ভিত্তিতে রেখাচিত্র অংকন করে ক্রমহ্রাসমান প্রান্তিক ও উপযোগ বিধিটি ব্যাখ্যা করা হলোঃ

 

পূর্ণাঙ্গ উপযোগ এবং এর ভিত্তিতে রেখাচিত্র অংকন করে ক্রমহ্রাসমান প্রান্তিক ও উপযোগ বিধি
রেখাচিত্রের ব্যাখ্যাঃ

চিত্রে লম্ব অক্ষে উপযোগ এবং ভূমি অক্ষে দ্রব্য ভোগের একক নির্দেশ করা হয়েছে।
চিত্রে লম্ব অক্ষে উপযোগ এবং ভূমি অক্ষে দ্রব্য ভোগের একক নির্দেশ করা হয়েছে। এক্ষেত্রে Tu একটি মোট উপযোগ রেখা এবং Mu একটি প্রান্তিক উপযোগ রেখা লক্ষ করা যায়-

  • মোট উপযোগ যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, প্রান্তিক উপযোগ তখন বাড়তে থাকে। যা মূলবিন্দু থেকে a বিন্দু পর্যন্ত লক্ষণীয়।
  • উপযোগ (a বিন্দুর পর) যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে।
  • মোট উপযোগ রেখার অনমনীয় বিন্দু তে (ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান এ দুয়ের মধ্যবর্তী বিন্দুতে) প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হয়, যা চিত্রে a বিন্দু দ্বারা চিহ্নিত করা হয়েছে।
  • উপযোগ (g বিন্দু অনুযায়ী) যখন সর্বোচ্চ,তখন প্রান্তিক উপযোগ (g` বিন্দুতে)শূন্য ( ০) হয়।
  • মোট উপযোগ (g বিন্দুর পর) যখন ক্রমশঃ হ্রাস পেতে থাকে,প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়।
  • উপরোক্ত আলোচনা হতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়।

তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তাহলে তারাও খুব সহজে অ্যাসাইনমেন্ট লিখতে পারবে ।

একজন ভোক্তা কোন একটি নির্দিষ্ট দ্রব্যের বিভিন্ন একক পরপর ভোগের ফলে মোট উপযোগ ক্রমশ বৃদ্ধি পাওয়া সত্বেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। তবে সর্বদা এ বিধি কার্যকর হয় না। যেসব ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়ঃ

  • নির্দিষ্ট সময় ভোক্তার রুচি, অভ্যাস ও পছন্দের পরিবর্তনে বিধিটি কার্যকর হয় না।
  • পণ্যের বিভিন্ন একক ভোগের মাঝখানে সময়ের ব্যবধান খুব বেশি হলে এ বিধি কার্যকর হয় না।
  • কৃপণ ব্যক্তির ক্ষেত্রে এ বিধি কার্যকর হয় না। কারণ তার অঢেল সম্পদ থাকলেও আরও সম্পদ পাবার আশা হ্রাস পায় না।
  • ভোক্তার আয় বৃদ্ধির ক্ষেত্রে এ বিধি কার্যকর হবে না। কারণ আয় বৃদ্ধির ফলে ভোক্তার ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
  • আবেগের বশবর্তী হলে অনেক সময় আকাঙ্ক্ষা না কমে বরং তীব্রতর হয়।
  • অনুকরণের প্রভাবে অনেকেই পণ্য সামগ্রী ক্রয়ে নিযুক্ত হতে পারে।
  • মর্যাদা বৃদ্ধির জন্য অনেকে দামি পণ্য সামগ্রী ক্রয় করে থাকে।তখন এই বিধি কার্যকর হয় না।
  • এমন কিছু পণ্য আছে যেগুলোর দাম বৃদ্ধি পেলে প্রতিটি এককের উপযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পায়।

 

 

 

 

Join our YouTube channel 

 

এসএসসি প্রথম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১

 ১ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান 

 অর্থনীতি 

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা 

ফিন্যান্স ও ব্যাংকিং 

ব্যবসায় উদ্যোগ

Finance and Banking 1st Week Assignment Answer

Biology 1st Week Assignment Answer

Business Entrepreneurship 1st Week Assignment Answer

 

৯ম শ্রেণীর ৯ম সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট উত্তর

বাংলা

পদার্থ

হিসাব বিজ্ঞান

ইতিহাস ও বিশ্বসভ্যতা

জীববিজ্ঞান

ফিন্যন্স ও ব্যাংকিং

পৌরনীতি ও নাগরিকতা

 

Join our YouTube channel

class 8 all subject

এস এস সি ( SSC ) দ্বিতীয় সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর

ইংরেজি এসাইনমেন্ট উত্তর

বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর

বাংলাদেশ ও বিশ্বপরিচয়  এসাইনমেন্ট উত্তর

 

এইচ এস সি (HSC ) দ্বিতীয় সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর

ইংরেজি এসাইনমেন্ট উত্তর
পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
অর্থনীতি এসাইনমেন্ট উত্তর
পৌরনীতি ও সুশাসন এসাইনমেন্ট উত্তর
যুক্তিবিদ্যা এসাইনমেন্ট উত্তর

তাছাড়া আমাদের ওয়েবসাইটে Class 6 ) ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট , ( Class 7 ) সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ( Class 8 ) অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট , (Class 9নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, (SSC ) দশম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ( HSC ) একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট উত্তর দেওয়া হয়ে থাকে আপনারা চাইলে দেখতে পারেন ।

 

 


Spread the love

Leave a Comment