একাদশ শ্রেণির এসাইনমেন্ট ৪র্থ সপ্তাহের প্রশ্ন উত্তর সমাধান pdf – HSC 4th week Assignment Answer 2021

Spread the love

একাদশ শ্রেণির এসাইনমেন্ট ৪র্থ সপ্তাহের প্রশ্ন উত্তর সমাধান

 

২০২২ সালের একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের মূল্যায়নের লক্ষ্যে ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ১৮ জুলাই ২০২১ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে একাদশ শ্রেণির পরীক্ষা ২০২২ ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর প্রণীত ২০২২ সালের একাদশ শ্রেণির পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ৩০ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর মধ্যে চতুর্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট দেওয়া হয়।

২০২২ সালের একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য প্রণীত ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
চলমান কোভিড১৯ অতিমারির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গ্রীড অনুযায়ী ৪র্থ সপ্তাহের জন্য বাংলা, পদার্থবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিষয়ের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ১৯ জুলাই, ২০২১খ্রি. সােমবার থেকে শুরু হবে।

এ পরিপ্রেক্ষিতে কোভিড১৯ সংক্রমণ রােধে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি যথাযথ প্রতিপালনপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

HSC 4th Week Assignment notice

একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট  প্রকাশিত হয়েছে। সাত দিনের  মধ্যে একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান করে জমা প্রদান করতে হবে। দীর্ঘদিন স্থগিত থাকার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে।  এটি তাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। স্থগিত’ এর পূর্বে ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র ছাত্রীরা তিনটি অ্যাসাইনমেন্ট জমা প্রদান করতে সক্ষম হয়েছে।

চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট মোট সাতটি বিষয় নির্ধারণ করা হয়েছে। তবে বিষয়গুলো সকলের জন্য বাধ্যতামূলক নয়।  সাতটি বিষয়ের মধ্যে কিছু বিষয় রয়েছে বিজ্ঞান বিভাগের জন্য আবার কিছু বিষয় রয়েছে মানবিক বিভাগের জন্য আবার কিছু বিষয় রয়েছে কমার্সের ছাত্র ছাত্রীদের জন্য।  সুতরাং যার যে বিষয়গুলো রয়েছে তাকে সে বিষয়ে এর এসাইনমেন্ট  এর উত্তর তৈরি করতে হবে।  সুতরাং একাদশ শ্রেণির এর পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সমাধান বিষয়ে বিভিন্ন নির্দেশনা জন্য আমাদের আর্টিকেলটি অনুসরণ করুন।

একাদশ শ্রেণির ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান

একাদশ শ্রেণির এর শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান কিভাবে করতে হবে সে বিষয়ে আলোচনা করব।  সুতরাং  যারা একাদশ শ্রেণির এর পরীক্ষার্থী তারা দয়া করে আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।  কেননা এই আর্টিকেলটি পড়লে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান করতে হবে।  কিভাবে সমাধান করলে সবথেকে ভালো নম্বর উত্তোলন করতে পারবেন।

এছাড়াও অনেক ছাত্র-ছাত্রী রয়েছে যারা এসাইনমেন্ট এর বিষয়ে পারদর্শী নয়।  তাদের জন্য আমরা একাদশ শ্রেণির সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান করে আমাদের ওয়েবসাইটে প্রদান করব।  আমাদের ওয়েবসাইট থেকে আপনারা চতুর্থ সপ্তাহের এসাইনমেন্ট এর সমাধান ডাউনলোড করে নিতে পারবেন।এছাড়াও কিভাবে এসাইনমেন্ট করলে অন্যদের থেকে একদম আলাদা এবং মানসম্মত উত্তর প্রদান করতে পারবেন  সে বিষয়ে নির্দেশনা প্রদান করব।  সুতরাং যারা  একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে চিন্তিত দয়া করে আমাদের আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।

একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট টিতে মোট বিষয় রয়েছে সাতটি।  আমরা এই সাতটি বিষয়ের আলাদা আলাদাভাবে নির্দেশনা প্রদান করার চেষ্টা করব।  যাতে করে প্রতিটি বিষয়ে সঠিক সমাধান প্রস্তুত করতে পারেন। এবং সমাধানের যথাযথ মান বজায় থাকে।

 

একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের বাংলা ১ম পত্র এসাইনমেন্ট উত্তর

বাংলা বিষয়ের জন্য এটি তৃতীয় এসাইনমেন্ট।  পূর্বে একাদশ শ্রেণির এর পরীক্ষার্থীরা বাংলা বিষয়ে দুইটি অ্যাসাইনমেন্ট প্রদান করেছে।  সুতরাং বাংলা এসাইনমেন্ট করার ক্ষেত্রে তাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। চতুর্থ সপ্তাহের বাংলা এসাইনমেন্ট বিদ্রোহী কবিতা থেকে প্রদান করা হয়েছে। এখানে এসাইনমেন্ট হিসেবে বিদ্রোহী কবিতার আলোকে কবিতার স্বরূপ নির্ধারণ করতে বলা হয়েছে।  এছাড়াও বর্তমান সময়ে কবিতাটির প্রাসঙ্গিকতা যাচাই করতে বলা হয়েছে।

 

আমরা জানি প্রতিটি অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য থাকে কিছু শেখা। এই এসাইনমেন্ট দিও তার ব্যতিক্রম নয়। এসাইনমেন্ট এর মাধ্যমে আমরা  অনেক কিছু শিখতে পারি। জাতি ধর্ম বর্ণ গোত্র পেশা ক্ষুদ্রনীগোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের প্রতি সমমর্যাদার মনোভাব ব্যক্ত করতে এই কবিতাটি যথেষ্ট ভূমিকা পালন করবে।

একাদশ শ্রেণির এর পরীক্ষার্থীদের জন্য চতুর্থ সপ্তাহের বাংলা এসাইনমেন্ট সমাধান করার জন্য কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম নিজেকে যে রূপে উপস্থাপন করেছেন তা খুঁজে বের করতে হবে। বাংলা এসাইনমেন্ট এর সমাধান করার সময় কবিতায় যে সকল ঐতিহ্য এবং পুরাণের ব্যবহার করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে।  কবির বিদ্রোহী  সত্তা যেসকল অসাম্যের বিরুদ্ধে কথা বলে সেগুলো চিহ্নিত করতে হবে। এছাড়াও বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিদ্রোহী কবিতার প্রাসঙ্গিকতা যাচাই করতে হবে।  একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের বাংলা এসাইনমেন্ট এর সমাধান করার সময় অবশ্যই বানান এবং ভাষাশৈলীর ব্যাপারে মনোযোগ প্রদান করতে হবে।

একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের বাংলা ১ম পত্র এসাইনমেন্ট উত্তর

 

শ্রেণিঃ দ্বাদশ

বিভাগঃ সকল

বিষয়ঃ বাংলা ১ম পত্র

এ্যাসাইনমেন্ট নং-৩

অ্যাসাইনমেন্ট নম্বরঃ ৩

অ্যাসাইনমেন্টঃ ‘বিদ্রোহী কবিতার আলােকে কবির বিদ্রোহী সত্তার স্বরূপ নির্ধারণ এবং বর্তমান সময়ে কবিতাটির প্রাসঙ্গিকতা যাচাই শিখনফল/ বিষয়বস্তু জাতি, ধর্ম, বর্ণ, গােত্র, পেশা, ক্ষুদ্র নৃগােষ্ঠী নির্বিশেষে সকল মানুষের প্রতি সমমর্যাদার মনােভাব ব্যক্ত করতে পারবে।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১. ‘বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে যে রূপে উপস্থাপন করেছেন, তা খুঁজে বের করা।

২. কবিতায় যেসব ঐতিহ্য ও পুরাণের ব্যবহার করা হয়েছে, তা উল্লেখ করা।

৩. কবির বিদ্রোহী-সত্তা সমাজের যেসব অসাম্যের বিরুদ্ধে কথা বলে, সেগুলাে চিহ্নিত করা।

৪. বর্তমান সময়ের নানারকম। অসাম্যের প্রেক্ষাপটে ‘বিদ্রোহী কবিতার প্রাসঙ্গিকতা যাচাই।

৫. বানান ও ভাষাশৈলীর ব্যাপারে মনােযােগী থাকা।

এইচএসসি বাংলা ১ম পত্র অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১

 

ভূমিকাঃ

বাংলাদেশের জাতীয় কবি ও সর্বমানবিক মুক্তির প্রবক্তা কাজী নজরুল ইসলামের সবচেয়ে উল্লেখযােগ্য কবিতা বিদ্রোহী। ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই কবিতাটি রচিত হয়েছিল। সমূলক হােক আর অমূলক হােক, বিদ্রোহের কোনাে স্বীকৃত ব্যাকরণ নেই। বিদ্রোহ স্বতঃস্ফুর্ত স্বতােৎসারিত, সর্বগ্রাসী ও সংক্রামক।

বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে যে রূপে উপস্থাপন করেছেনঃ

‘বিদ্রোহী কবিতায় নজরুলের বিদ্রোহ চেতনার প্রকাশ ঘটেছে। ভারতীয় এবং পশ্চিম এশীয় পুরাণ ও ইতিহাসের আধার থেকে শক্তি সঞ্চয় করে নজরুল এখানে প্রবল বিদ্রোহ বাণী উচ্চারণ করেছেন। নজরুল বিদ্রোহ করেছেন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, শৃঙ্খলপরা আমিত্বের বিরুদ্ধে। এই কবিতা রচনার জন্য নজরুল ‘বিদ্রোহী কবির আখ্যা পেয়েছেন। এখানে নজরুল তার বিদ্রোহকে সঙ্গত কারণেই ‘আমি’ প্রতীকে ব্যঞ্জনাময় করেছেন এবং নিজেকে অজেয় বলে উপলব্ধি করেছেন। তাইতাে’ বিদ্রোহী আত্মশক্তিকে উদ্বোধিত করার লক্ষ্যে প্রথমেই কবির সরব ঘােষণা: ‘বল বীর বল উন্নত মম শির! নজরুল এই কবিতার প্রথম স্তবকেই প্রসঙ্গত উত্থাপন করেছেন মহাবিশ্ব, মহাকাশ, চন্দ্রসূর্য, গ্রহতারা, ভূলােক দ্যুলােক, খােদার আসন, বিশ্ববিধাত্রী, চির বিস্ময়, রাজটীকা, রুদ্র ভগবান আর দীপ্ত জয়শ্রীর কথা।

বক্তব্যের অনুক্রম অনুযায়ী কবিতাটিকে মােট দশটি স্তবকে ভাগ করা যায়। প্রথম স্তবকে আমি’-র শক্তিমত্তার পাশাপাশি রয়েছে বিজয়ের প্রত্যয় , আর এই বিজয়ের জন্য প্রয়ােজন আঘাতকারীর। আমি’-র ধ্বংসাত্মক রূপ, যা কবিতাটির ১১ থেকে ২৭ পঙক্তি পর্যন্ত ঘূর্ণিত: ‘আমি ঝঞা, আমি ঘূর্ণি। আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। শক্তির উদ্বোধন ও সংহারচিত্রের পরই হঠাৎ শুরু হলাে মিলনের নৃত্যপাগল ছন্দ। ২৮ থেকে ৩৭ পঙক্তি পর্যন্ত আমি এমন এক মুক্ত জীবনান্দ, যে শত্রুর সাথে গলাগলি করে, আবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। কিন্তু মিলনের এই আকাঙ্ক্ষার পর পরবর্তী দুই পঙক্তিতে ‘আমি’ আবার মহামারী, ভীত, শাসন-ত্রাসন ও সংহার রূপে আবির্ভূত। তারপর ৪২ থেকে ৫১ সংখ্যক পঙক্তিতে আবার আছে উদ্দাম ইতিবাচকতা, হােমশিখা, উপাসনা, নিশাবসানের আকাঙ্ক্ষা। আর এই অংশের ৪৯ তম পঙক্তিতেই আছে সেই জাদুকরী সরল স্বীকারােক্তি:মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য

কবিতায় যেসব ঐতিহ্য ও পুরাণের ব্যবহার করা হয়েছেঃ

এই কবিতার ছত্রে ছত্রে পৌরানিক রুপকের ব্যবহার এতােটাই যথার্থ যে মুগ্ধ না হয়ে উপায় নেই। রূপকের প্রয়ােগ দেখে যে কেউ আঁচ করতে পারবেন, গ্রীক আর ইন্ডিয়ান মিথের ওপর কবির কতােটা দখল ছিল। এই কবিতায় যেসব ঐতিহ্য ও পুরাণের ব্যবহার করা হয়েছে তা ধাপে ধাপে নিম্নে ব্যাখ্যা করা হলাে: ভূলােক মানে পৃথিবী, দ্যুলােক মানে স্বর্গ, আর গােলক মানে বিষ্ণুলােক অথবা স্বর্গে বিষ্ণু বা কৃষ্ণের বাসস্থান। কৃষ্ণ রাধার বৃন্দাবন এখানেই অবস্থিত। ঋগ্বেদে রুদ্র বজ্রের দেবতা, গ্রীক মিথের ‘থর’ এর মতাে ক্ষেপে গেলে বজ্র ছুড়ে মারেন, ইনি ব্রহ্মার পুত্রাতার ক্রোধে নেমে আসে ধ্বংস আর মহামারী। মহাদেব মহাপ্রলয়ের সময় তান্ডব নৃত্য নেচেছিলেন।

গজাসুর ও কালাসুরকে বধ করেও তিনি তান্ডব নৃত্য নেচেছিলেন। এই তান্ডব নৃত্যকলার উদ্ভাবক হিসেবে তাকে নটরাজ ডাকা হয়। পৃথু ছিলেন অত্রি বংশের অত্যাচারী রাজা বেন এর পুত্র। রাজা বেন এর মৃত্যুর পর তার ডান বাহু থেকে পৃথুর জন্ম। প্রজা কল্যানার্থে পৃথু পৃথিবীকে বশ করেন। তার রাজত্বকে বলা হয় পৃথু। চেঙ্গিস খান ছিলেন মঙ্গোলিয়ান সম্রাট এবং দুর্ধর্ষ সমরনায়ক। যুবক চেঙ্গিসের স্ত্রীকে অপহরন করে নিয়ে যায় আরেক গােত্র প্রধান। চেঙ্গিস খান তার নিজ গােত্রকে পুনর্গঠিত করে অপহরনকারী গােত্রকে নৃশংস ভাবে পরাস্ত করে স্ত্রীকে উদ্ধার করেন। এরপর অন্যান্য মােঙ্গল গােত্রদের একীভূত করে অর্ধেক বিশ্ব জয় করেন। ইসলাম ধর্ম মতে কেয়ামত বা মহাপ্রলয় শুরুর আগে হযরত ইসরাফিল (আ:) নামক ফেরেস্তা শৃঙ্গায় ফু দেবেন

সমাজের অসাম্যের বিরুদ্ধে কবির বিদ্রোহী সত্তাঃ

সমাজের অসাম্যের বিরুদ্ধে কবির বিদ্রোহী সত্তা কবি কাজী নজরুল ইসলামের কবিচিত্তে বিদ্রোহী চেতনা প্রকাশ পেয়েছে। তিনি পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ঘুমন্ত দেশ ও জাতিকে মুক্ত করবার জন্য নিজে যেমন বিদ্রোহ ঘােষণা করেছেন, তেমনি জাতিকে জাগিয়ে তুলতে প্রয়াস পেয়েছেন। কবি জরাজীর্ণ পুরাতন সমাজ ও রীতিনীতি ভেঙ্গে নতুন দেশ ও জাতি গড়তে তার কাব্যে ভাঙনের খেলা খেলেছেন। কবি পরাধীনতার বিরুদ্ধে, অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘােষণা করেছেন। সমকালীন যুগ, তার রাজনৈতিক ঘূর্ণাবর্ত সংশয়, দ্বিধা, অনিশ্চয়তা, অবক্ষয় সুকান্তর কবিসত্তা গড়ে তুলেছে। তার কবিতায় উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিরােধী চেতনা প্রতিফলিত হয়েছে। বিদ্রোহী কবিতায়ও দেখা যায় – সাম্রাজ্যবাদী শক্তি দ্বারা পদদলিত এদেশ দীর্ঘকাল শাসন, শােষণ, অন্যায়, অবিচার আর বৈষম্যের পঙ্কিলতায় আচ্ছন্ন থেকেছে। সমাজ সচেতন কবি এ সমাজ ও রাষ্ট্রের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বিপ্লবী মনের প্রতিবাদ জানিয়েছেন। কবিতায় কবির এই বিদ্রোহ ও প্রতিবাদ উচ্চকিত থাকবে যতদিন না তার মূল উৎপাটিত হয়।

বিদ্রোহী কবিতার প্রাসঙ্গিকতাঃ

বর্তমান সময়ে নানা রকম অসাম্যের ভীড়ে আমরা গভীরভাবে উপলব্ধি করি ‘ বিদ্রোহী’ কবিতার প্রাসঙ্গিকতা ও তার অম্লান তাৎপর্যের কথা। উপনিবেশবাদের অবসান ঘটলেও বিশ্বায়নের শৃঙ্খল আর ধনতন্ত্রের শােষণ বঞ্চনা অত্যাচার নির্যাতনসহ আর্থসামাজিক বৈষম্য সবকিছুই বলবৎ আছে। অত্যাচারীর থঙ্গ কৃপাণে’র তলে উৎপীড়িতের ক্রন্দন রােল’ এই বাংলার আকাশে -বাতাসে আজও প্রতিনিয়ত ধ্বনিত প্রতিধ্বনিত হয়। অন্যদিকে মানুষের শক্তির প্রতি, তার বীরত্বের প্রতি অনাস্থাও সমানভাবে অটুট। তাই নজরুলের ভাষায়- শান্ত থাকার অবকাশ মিলছে চতুষ্পর্শের প্রতিবাদহীন মেরুদণ্ডহীনতার পরিপ্রেক্ষিতে বিপুল কাম্য হয়ে উঠেছে উন্নত মম শির’- এর বজ্ৰদীপ্ত ঘােষণা। শােষণ পীড়ন আর বৈষম্য থেকে মুক্তির সংকল্প নিয়ে মানুষের আপন শক্তির উদ্বোধন ঘটিয়ে নজরুল কথিত বিদ্রোহের রণে অশ্লীন হওয়ার যেন বিকল্প নেই।

 

নোট: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা তোমাদের জন্য উত্তর তৈরি করেছি। আমাদের তৈরিকৃত উত্তর থেকে ধারণা নিয়ে তুমি তোমার অ্যাসাইনমেন্ট সমাধান তৈরি করতে পারো।

একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের পদার্থবিজ্ঞান ১ম পত্র এসাইনমেন্ট সমাধান

 

চতুর্থ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট চতুর্থ অধ্যায় থেকে নেওয়া হয়েছে।  অধ্যায়ের শিরোনাম হলো নিউটনিয়ান বলবিদ্যা। অর্থাৎ আলোচ্য অ্যাসাইনমেন্ট নিউটনের বলবিদ্যার ওপর ভিত্তি করে প্রস্তুত করতে হবে। এখানে এসাইনমেন্ট এর কাজ হিসেবে একটি চিত্র প্রদান করা হয়েছে।  এবং কিছু ছোট প্রশ্ন প্রদান করা হয়েছে।  সূত্রের উপর ভিত্তি করে প্রশ্নগুলোর উত্তর প্রদান করায় এসাইনমেন্ট এর প্রধান কাজ।

এইচএসসি পদার্থ বিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ | ৪র্থ সপ্তাহ বিষয়: ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান সূত্র: ১. এনসিটিবি এর স্মারক নং শি:শা: ২২২/৯৪/৯৭৮; তারিখ- ৭ জুন ২০২১ ২. মাউশি অধিদপ্তরের স্মারক নম্বর ৩৭.০২.০০০০,১০৫.০৬.০০১.২১.৩৯০, ১৩ জুন, ২০২১ এর বিজ্ঞপ্তি। উপর্যুক্ত বিষয় ও সুত্রের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, চলমান কোভিড১৯ অতিমারির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করা হয়েছে।

একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের পদার্থ বিজ্ঞান বিষয়ক এটি তৃতীয় অ্যাসাইনমেন্ট।  পূর্বে একাদশ শ্রেণির 2020 এর পরীক্ষার্থীরা দুইটি এসাইনমেন্ট জমা প্রদান করেছে।  সুতরাং পদার্থবিজ্ঞান এসাইনমেন্ট প্রস্তুত করার ক্ষেত্রে শিক্ষার্থীদের যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চার হয়েছে।  চতুর্থ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর বিষয়ে নতুন করে বলার তেমন কিছুই নেই।  তারপরও অ্যাসাইনমেন্ট এর কাজ এবং নির্দেশনা গুলোর  বিষয়ে কিছু কথা না বললেই নয়।

 

একাদশ শ্রেণির এসাইনমেন্ট ৪র্থ সপ্তাহের পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসাইনমেন্ট সম্পন্ন করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে  হবে।  একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের পদার্থবিজ্ঞান বিষয় এর এসাইনমেন্ট এর সমাধান করার ক্ষেত্রে নিউটনের গতিসূত্রের ব্যবহার অবশ্যই করতে হবে।  নিউটনের গতিসূত্রের ব্যবহার করে অ্যাসাইনমেন্ট এর সকল প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। সুতরাং নিউটনের গতিসূত্র টি অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে।

 

একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের পদার্থবিজ্ঞান ১ম পত্র এসাইনমেন্ট সমাধান

শ্রেণিঃ দ্বাদশ

বিভাগঃ বিজ্ঞান

বিষয়ঃ পদার্থ বিজ্ঞান ১ম পত্র

এ্যাসাইনমেন্ট নং-৩

অ্যাসাইনমেন্টঃ অ্যাসাইনমেন্ট ১ এর সমস্যাটি আবার চিন্তা করা যাক এবার, Fig-1 এ 1.5 kg ভরটির সাথে যুক্ত সুতাটি টেবিলের মাঝের একটি ছিদ্র দিয়ে প্রবেশ করানাে আছে এবং 2 kg ভরটি আগের মতনই ঝুলানাে আছে। 1.5 kg ভরটি এবার সমদ্রুতিতে ঘূর্ণায়মান অবস্থায় রাখা হয়েছে। ঘর্ষণ গুণাঙ্ক আগের মতই 0.2;

(ক) সমদুতিতে ঘূর্ণায়মান 1.5 kg ভরের জন্য নিউটনেরসমীকরণ লেখ?

(খ) 1.5 kg ভরটি সমদুতিতে ঘূর্ণায়মান অবস্থায় থাকার ফলে কাজ কত?

(গ) যদি 2 kg ভরটিকে স্থির | অবস্থায় রাখতে হয় তাহলে 1.5 kg ভরটির দুতি কত হওয়া দরকার?

(ঘ) যদি ঘর্ষণ থাকার কারণে 1.5 kg ভরের দুতি কমতে থাকে তাহলে 2 kg ভরটির বেগ বনাম সময়ের গুণগত গ্রাফ আঁক?

শিখনফল/ বিষয়বস্তুঃ নিউটনের গতি সূত্রের ব্যবহার করতে পারবে।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি): নিউটনিয়ান বলবিদ্যা;

 

 

একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের পৌরনীতি সুশাসন এসাইনমেন্ট সমাধান

পৌরনীতি ও সুশাসন বিষয়টি তৃতীয় অ্যাসাইনমেন্ট।  এটি মানবিক বিভাগের একটি বিষয়। সুতরাং মানবিক বিভাগের ছাত্র ছাত্রীদের এই বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত। এসাইনমেন্ট তৃতীয় অধ্যায় থেকে নির্ধারণ করা হয়েছে।  তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু ও শিরোনাম হলো মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য। আলোচ্য অধ্যায়ে মানুষের মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও আইন স্বাধীনতা ও সাম্য এই তিন বিষয়ে সামঞ্জস্যপূর্ণ আলোকপাত রয়েছে।

এসাইনমেন্ট এর কাজ হিসেবে আইন স্বাধীনতা ও সাম্য এর পরস্পর সম্পর্ক কিভাবে মূল্যবোধ ও নৈতিকতা কে প্রভাবিত করে সে বিষয়ে আলোচনা করতে হবে।সুতরাং আইন স্বাধীনতা ও সাম্য এই তিনটি বিষয় পরস্পর কিভাবে মানুষের মূল্যবোধ ও নৈতিকতা কে প্রভাবিত করতে পারে সে বিষয়ে আলোচনা করতে হবে।  চতুর্থ সপ্তাহের পৌরনীতি ও সুশাসন অ্যাসাইনমেন্ট এর সমাধান  সঠিকভাবে করার জন্য আমাদের নির্দেশনাগুলো মেনে চলুন।  এছাড়াও যারা এসাইনমেন্ট করতে সমস্যায় পড়বেন তারা দয়া করে আমাদের ওয়েবসাইট থেকে একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান ডাউনলোড করে নিন।

একাদশ শ্রেণির এসাইনমেন্ট ৪র্থ সপ্তাহের পৌরনীতি ও সুশাসন প্রশ্ন উত্তর

উক্ত অ্যাসাইনমেন্ট থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে।  এসাইনমেন্ট সুন্দরভাবে করতে পারলে আমরা আইন ও নৈতিকতার সম্পর্ক জানতে পারবো। স্বাধীনতা ও সাম্যের মাঝে যে সম্পর্ক রয়েছে সেটা বুঝতে পারব। এছাড়াও আইন স্বাধীনতা ও সাম্য পরস্পর সম্পর্কযুক্ত এই বিষয়টি উপলব্ধি করতে পারব।  গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে জানতে পারবো। সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব বুঝতে পারব। সমাধান করার সময় অবশ্যই কয়েকটি বিষয় উল্লেখ করতে হবে।  যেমন মূল্যবোধ ও নৈতিকতার ধারণা,  আইন স্বাধীনতা ও সাম্যের ধারণা,  স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক ও গুরুত্ব।

অ্যাসাইনমেন্ট-৩ঃ মূল্যবােধ, আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক কীভাবে মূল্যবােধ ও নৈতিকতাকে প্রভাবিত করে বিশ্লেষণ কর।

শিখনফলঃ আইন ও নৈতিকতার সম্পর্ক বিশ্লেষন করতে পারবে; স্বাধীনতা ও সাম্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে; আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক মূল্যায়ন করতে পারবে; গণতান্ত্রিক মূল্যবোেধ ব্যাখ্যা করতে পারবে সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবােধের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে।

নির্দেশনা (সংকেত ধাপ পরিধি): মূল্যবােধ ও নৈতিকতার ধারণা আইন, স্বাধীনতা ও সাম্যের ধারণা আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক ও গুরুত্ব;

একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের অর্থনীতি এসাইনমেন্ট সমাধান

একাদশ শ্রেণির পরীক্ষা 2022 এ অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের চতুর্থ সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে এখন আলোচনা করব। অর্থনীতি বিষয়ের এটি তৃতীয় অ্যাসাইনমেন্ট। অর্থনীতি অ্যাসাইনমেন্ট দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে। অধ্যায়ঃ শিরোনাম হলো ভোক্তা ও উৎপাদকের আচরণ।

চতুর্থ সপ্তাহের অর্থনীতি বিষয়ের অ্যাসাইনমেন্ট এর কাজ হিসেবে বাজারের ভারসাম্য বিশ্লেষণ করতে বলা হয়েছে। এখানে বাজারের একটি পণ্যের পরিমাণ ও দাম প্রদান করা হয়েছে। এসাইনমেন্ট এর কাজ হিসেবে ওই বাজারের ভারসাম্য বিশ্লেষণ করতে হবে। রমেশ বাজার থেকে প্রতি কেজি পেয়ারা 80 টাকা, 70 টাকা ও 60 টাকা হলে যথাক্রমে 15 কেজি, 20 কেজি ও 25 কেজি পেয়ারা ক্রয় করতে আগ্রহী। অন্যদিকে পেয়ারা বিক্রেতা উক্ত দামে বাজারে পেয়ারা সরবরাহ করতে চায় যথাক্রমে 25 কেজি, 20 কেজি ও 15 কেজি। উল্লেখিত তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজার ভারসাম্য বিশ্লেষণ করতে হবে।

একাদশ শ্রেণির এসাইনমেন্ট ৪র্থ সপ্তাহের অর্থনীতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির পরীক্ষা 2022 অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অর্থনীতি বিষয়ের অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে সম্পন্ন করতে পারলে অনেক কিছু শেখার রয়েছে। চাহিদা এবং যোগান সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবে। যোগান বিধি ও রেখাচিত্রের দিতে পারবে। সূত্র এবং গাণিতিক ভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করতে পারবে।

চতুর্থ সপ্তাহের অর্থনীতি বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। চাহিদা এবং যোগানের ধারণা এবং সূচি চিত্রসহ প্রদান করতে হবে। বিষয়বস্তুর যথার্থতা থাকতে হবে। বিষয়বস্তু উপস্থাপনে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সমস্যা সমাধান এবং বিশ্লেষণ এর দক্ষতা অর্জন করতে হবে। বিশ্লেষণের ক্ষেত্রে সৃজনশীলতা ও নান্দনিকতা বজায় রাখতে হবে।

একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের অর্থনীতি এসাইনমেন্ট উত্তর

 

 

অ্যাসাইনমেন্টঃ (দ্বিতীয় অধ্যায়: ভোক্তা ও উৎপাদকের আচরণ)

অ্যাসাইনমেন্টঃ রমিজ বাজার থেকে প্রতি কেজি পেয়ারা ৮০ টাকা, ৭০টাকা ও ৬০ টাকা হলে যথাক্রমে ১৫ কেজি, ২০ কেজি ও ২৫ কেজি পেয়ারা ক্রয় করতে আগ্রহী।অন্যদিকে পেয়ারা বিক্রেতা উক্ত দামে বাজারে পেয়ারা সরবরাহ করতে চায় যথাক্রমে ২৫ কেজি, ২০ কেজি ও ১৫ কেজি। উল্লেখিত তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ কর।

শিখনফল/বিষয়বস্তুঃ চাহিদার ধারণা ব্যাখ্যা করতে পার

 

বে। চাহিদা বিধিকে সূচি এবং রেখাচিত্রে রূপ দিয়ে ব্যাখ্যা করতে পারবে। যােগানের ধারণা ব্যাখ্যা করতে পারবে। যােগানবিধিকে সূচি ও রেখাচিত্রে রূপ দিতে পারবে। সূচি, রেখাচিত্র এবং গাণিতিকভাবে ভারসাম্য দাম ও পরিমাপ নির্ধারণ করতে পারবে।

নির্দেশনা (সংকেত ধাপ পরিধি): চাহিদা ও যােগানের ধারণা, চাহিদা ও যােগানের সূচি, চাহিদা ও যােগানের চিত্রাঙ্কন, ভারসাম্য দাম ও পরিমাণ, তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ (উদ্দীপকের তথ্যসমূহ হতে রেখাচিত্র অঙ্কন করা প্রয়ােজন)

 

একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহেরএসাইনমেন্ট সমাধান

একাদশ শ্রেণির 2022 পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের যুক্তিবিদ্যা বিষয়ে এটি তৃতীয় অ্যাসাইনমেন্ট। চতুর্থ সপ্তাহের এসাইনমেন্ট তৃতীয় অধ্যায়ঃ থেকে নেওয়া হয়েছে। তৃতীয় অধ্যায়ের শিরোনাম হলো যুক্তির উপাদান। তৃতীয় অধ্যায়ঃ থেকে অনেক কিছু শেখার রয়েছে। যুক্তির উপাদান সমূহ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। যুক্তির উপাদান গুলো বর্ণনা করতে পারবে। এছাড়াও পদ এবং শব্দের পার্থক্য বর্ণনা করতে পারবে। পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের ব্যাখ্যা ও তুলনা করতে পারবে।

 

একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের যুক্তিবিদ্যা এসাইনমেন্ট

এসাইনমেন্ট এর কাজ হিসেবে যুক্তির উপাদান হিসেবে পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের তুলনামূলক বিশ্লেষণ পূর্বক একটি বাস্তব উদাহরণ দিতে হবে। একাদশ শ্রেণির 2022 এর পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর প্রদান করার জন্য কয়েকটি নির্দেশনা মেনে চলতে হবে। নিচে চতুর্থ সপ্তাহের যুক্তিবিদ্যা এসাইনমেন্ট সমাধানের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

একাদশ শ্রেণির এসাইনমেন্ট ৪র্থ সপ্তাহের যুক্তিবিদ্যা প্রশ্ন উত্তর

পদ এবং শব্দের ধারণা ও পার্থক্য ব্যাখ্যা করতে হবে। সাধারণ বাক্য আলোচনা করে যুক্তিবাক্যের ব্যাখ্যা করতে হবে। উদাহরণসহ ব্যক্তার্থ ও জাত্যর্থের ব্যাখ্যা প্রদান করতে হবে। এছাড়াও চিত্রসহ ব্যক্তার্থ ও জাত্যর্থের হ্রাস এবং বৃদ্ধির নিয়ম ব্যাখ্যা করতে হবে। এবং সকল ব্যাখ্যার মাঝে উদাহরণ প্রদান করতে হবে।

একাদশ শ্রেণির ৪র্থ সপ্তাহের যুক্তিবিদ্যা এসাইনমেন্ট উত্তর

অ্যাসাইনমেন্টঃ যুক্তির উপাদান হিসেবে পদের ব্যার্থ ও জাত্যর্থের তুলনামূলক বিশ্লেষণপূর্বক একটি বাস্তব উদাহরণ দাও।

শিখনফল/বিষয়বস্তুঃ তৃতীয় অধ্যায়: যুক্তির উপাদান

শিখনফল: ১. যুক্তির উপাদানসমূহ বর্ণনা করতে পারবে।

২. পদের অর্থ ব্যাখ্যা করতে পারবে।

৩. পদ ও শব্দের পার্থক্য বর্ণনা করতে পারবে।

৫. পদের ব্যক্তার্থ ও জাত্যর্থ ব্যাখ্যা করতে পারবে।

৬. পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের তুলনা করতে পারবে।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি): পদ ও শব্দ, পদ ও বাক্য, ব্যক্তার্থ ও জাত্যর্থ, ব্যার্থ ও জাত্যর্থের হ্রাস বৃদ্ধির নিয়ম হ্রাস বৃদ্ধির নিয়মের ব্যাখ্যা একটি বাস্তব উদাহরণ যাচাই

 

একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের হিসাববিজ্ঞান এসাইনমেন্ট সমাধান

একাদশ শ্রেণির 2022 এর পরীক্ষার্থীদের জন্য এটি চতুর্থ অ্যাসাইনমেন্ট। চতুর্থ অ্যাসাইনমেন্টে হিসাব বিজ্ঞান বিষয়ের সমাধান তৈরি করতে হবে। এখন দুঃখ সপ্তাহের হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান কিভাবে করতে হবে সে বিষয়ে আলোচনা করব। সুতরাং সকল ছাত্র-ছাত্রীদের হিসাববিজ্ঞান বিষয়টি রয়েছে তারা দয়া করে আমাদের অনুসরণ করুন।

হিসাববিজ্ঞান বিস্ময়ের এটি তৃতীয় অ্যাসাইনমেন্ট। পূর্বে হিসাব বিজ্ঞান বিষয়ের ছাত্র ছাত্রীরা দুইটি অ্যাসাইনমেন্ট জমা প্রদান করেছে। সুতরাং হিসাব বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট সমাধান প্রস্তুত করার জন্য তাদের যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চার হয়েছে। আমরা পুর্ব হিসাব বিজ্ঞান বিষয়ে এসাইনমেন্ট এর সমাধান করার জন্য নির্দেশ প্রদান করেছি।

 

একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের হিসাববিজ্ঞান এসাইনমেন্ট

এখানে এসাইনমেন্ট এর কাজ হিসেবে নগদান বই ও ব্যাংক বিবরণী উদ্ধৃত গরমিলের কারণ অনুসন্ধান করে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার জন্য কিছু তথ্য প্রদান করা আছে। সে সকল তথ্যের উপর ভিত্তি করে এসাইনমেন্ট এর সমাধান তৈরি করতে হবে। চতুর্থ সপ্তাহের হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে সম্পন্ন করতে পারলে এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে। নগদান বই ও ব্যাংক হিসাবের উদ্বৃত্তের পার্থক্য কেন তৈরি হয় সে বিষয়ে জ্ঞান লাভ করতে পারবে। এছাড়াও ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবে। ফলে নগদ অর্থের স্বচ্ছতা নিশ্চিত করতে সক্ষম হবে।

একাদশ শ্রেণির এসাইনমেন্ট ৪র্থ সপ্তাহের হিসাববিজ্ঞান প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির 2022 চতুর্থ সপ্তাহের হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান করার জন্য কিছু নির্দেশনা রয়েছে। ব্যাংক ডেবিট অর্থ ব্যাংক জমা হ্রাস উল্লেখ করতে হবে। সমাধান করার সময় প্রচলিত শখ অনুযায়ী কাজ করতে হবে। অর্থাৎ প্রচলিত যে ছকের মাধ্যমে এ ধরনের কাজ করা হয় সেই ধরনের ব্যবহার করতে হবে। ফলাফলের সাথে সামঞ্জস্য থাকতে হবে। অর্থ গরমিলের কারণ অবশ্যই ব্যাখ্যা করতে হবে। প্রচলিত পদ্ধতিতে ব্যাংক বিবরণী প্রস্তুত করতে হবে। বিশ্লেষণ ক্ষমতা উপস্থাপন সুন্দর হতে হবে।

একাদশ-শ্রেণির-৪র্থ-সপ্তাহের-হিসাববিজ্ঞান-এসাইনমেন্ট-উত্তর

 

 

অ্যাসাইনমেন্ট নম্বর: ৩

অ্যাসাইনমেন্টঃ নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত গরমিলের কারণ অনুসন্ধান করে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ:

২০২১ সালের ৩১ মে তারিখে সাগর অ্যান্ড কোং এর নগদান বই মােতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৮,৬০০ টাকা। গরমিলের কারণসমূহ নিম্নরূপঃ

১। চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট হয়নি ৪,

 

৫০০ টাকা।

২। আদায়ের জন্য ৮,৫০০ টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে এখনাে লেখা হয়নি।

৩। অন্য একজন গ্রাহক কর্তৃক ইস্যুকৃত ১০,৫০০ টাকার একটি চেক ব্যাংক ভুলবশত অত্র হিসাবে ডেবিট করেছে।

৪। ব্যাংক লভ্যাংশ বাবদ আদায় করেছে ১০,০০০ টাকা।

৫। ব্যাংক সার্ভিস চার্জ বাবদ ১,৫০০ টাকা ডেবিট করেছে।

৬। একজন পাওনাদারকে ১২,০০০ টাকার একটি চেক ইস্যু করে ভুলে নগদান বইতে ১,২০০ টাকা লেখা হয়েছে।

৭। আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত প্রাপ্য বিল বাবদ ব্যাংক ৫১,০০০ টাকা আদায় করেছে যা নগদানভুক্ত হয়নি; উক্ত বিলের লিখিত মূল্য ছিল ৫০,০০০ টাকা।

 

ক) উল্লেখিত লেনদেন থেকে গরমিলের কারণ –

খ) উপযুক্ত তথ্যের আলােকে প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করাে।

গ) উপযুক্ত তথ্যের আলােকে সংশােধিত জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করাে।

শিখনফল/বিষয়বস্তু:

১. নগদান বই ও ব্যাংক হিসাবের উদ্বৃত্তের পার্থক্যের কারণ উদঘাটন করতে পারবে।

২. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবে। ৩. নগদ

 

অর্থের স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে।

নির্দেশনা। (সংকেত/ধাপ/ পরিধি): ক) ব্যাংক বিবরণী মােতাবেক ব্যাংক ডেবিট অর্থ ব্যাংক জমা হ্রাস।

খ) প্রচলিত ছক অনুযায়ী করতে হবে।

গ) খ এর ফলাফলের ভিত্তিতে করতে হবে।

 

একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের খাদ্য ও পুষ্টি এসাইনমেন্ট সমাধান

খাদ্য ও পুষ্টি বিষয়ে চতুর্থ সপ্তাহের এটি তৃতীয় অ্যাসাইনমেন্ট। চতুর্থ সপ্তাহের খাদ্য পুষ্টি বিষয়ক অ্যাসাইনমেন্ট চতুর্থ অধ্যায় থেকে নেওয়া হয়েছে। অধ্যায়ের নাম ও বিষয়বস্তু হলো ক্যালরি। একাদশ শ্রেণির 2022 এর পরীক্ষার্থী দের চতুর্থ সপ্তাহের খাদ্য ও পুষ্টি অ্যাসাইনমেন্ট ক্যালোরি নিয়ে আলোচনা করা হয়েছে।

একাদশ শ্রেণির চতুর্থ সপ্তাহের খাদ্য ও পুষ্টি এসাইনমেন্ট

একাদশ শ্রেণির 2022 চতুর্থ সপ্তাহের খাদ্য ও পুষ্টি বিষয়ে অ্যাসাইনমেন্ট সমাধান করার জন্য ক্যালোরি ছক তৈরি করতে হবে। নিজ পরিবার বা প্রতিবেশী অথবা আত্মীয়দের যেকোনো 5 জন ব্যক্তির তথ্য সংযুক্ত করতে হবে। এবং তাদের ক্যালরির চাহিদার পার্থক্য কি কারণে সৃষ্টি হচ্ছে তা চিহ্নিত করতে হবে। এবং তালিকায় প্রাপ্ত ক্যালরির চাহিদার সাথে অনুমোদিত চাহিদার সামাঞ্জস্য নিরূপণ করতে হবে।

 

একাদশ শ্রেণির 2022 চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করার পূর্বে অবশ্যই 5 জন ব্যক্তির তথ্য সংগ্রহ করতে হবে। খাদ্য ও পুষ্টি বিষয়ের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পারলে কয়েকটি বিষয়ে জ্ঞান লাভ করা যাবে।ক্যালোরি ও ক্যালরি চাহিদা ব্যাখ্যা করতে পারবে। বয়স লিঙ্গ ভেদে ক্যালরি চাহিদা বর্ণনা করতে পারবে।

একাদশ শ্রেণির এসাইনমেন্ট ৪র্থ সপ্তাহের খাদ্য ও পুষ্টি প্রশ্ন উত্তর

চতুর্থ সপ্তাহের খাদ্য ও পুষ্টি বিষয়ে অ্যাসাইনমেন্ট সমাধান করার জন্য কিছু নির্দেশনা মেনে চলতে হবে। আলাদা আলাদা ভাবে একজন ব্যক্তির ক্যালরি চাহিদা নির্ণয় করতে হবে। যথাযথভাবে শখ পূরণ করে ব্যক্তিবিশেষের ক্যালরি চাহিদার পার্থক্যের কারণ উল্লেখ করতে হবে। বয়স অনুযায়ী অনুমোদিত ক্যালরি চাহিদা শখ উপস্থাপন করতে হবে। এছাড়াও অনুমোদিত চাহিদার সাথে ব্যক্তিগণের দৈনিক চাহিদা তুলনা করতে হবে। একাদশ শ্রেণির পরীক্ষার্থী 2022 চতুর্থ সপ্তাহের খাদ্য ও পুষ্টি বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার জন্য প্রয়োজনে পাঠ্যপুস্তক, শ্রেণি শিক্ষক এবং ইন্টারনেটের সহযোগিতা নেওয়া যেতে পারে।

একাদশ শ্রেণির ৪র্থ সপ্তাহের খাদ্য ও পুষ্টি এসাইনমেন্ট উত্তর

অ্যাসাইনমেন্ট নম্বর: ৩, অধ্যায়: চতুর্থ ক্যালরি

অ্যাসাইনমেন্টঃ নিজ পরিবার প্রতিবেশী/আত্মীয়দের যেকোনাে ৫জন ব্যক্তির তথ্য ছকে সন্নিবেশ করে সেটি পর্যালােচনার ভিত্তিতে ব্যক্তি বিশেষের ক্যালরির চাহিদার পার্থক্যের কারণ চিহ্নিতকরণ এবং তালিকায় প্রাপ্ত ক্যালরির চাহিদার সাথে অনুমােদিত চাহিদার সামঞ্জস্যতা নিরূপণ;

ক্রমিক, বয়স, লিঙ্গ, ওজন, শ্রমের ধরন, দৈনিক ক্যালরির চাহিদা

শিখনফল/বিষয়বস্তুঃ ১. ক্যালরি ব্যাখ্যা করতে পারবে; ২. ক্যালরির চাহিদা নির্ণয়ে প্রভাব সৃষ্টিকারী বিষয় সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে; ৩. বয়স ও লিঙ্গ ভেদে ক্যালরির চাহিদা বর্ণনা করতে পারবে;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১. আলাদা আলাদাভাবে পাঁচজন ব্যক্তির ক্যালরির চাহিদা নির্ণয়

২. যথাযথভাবে ছক পূরণ।

৩. ব্যক্তি বিশেষের ক্যালরির চাহিদার পার্থক্যের কারণের তালিকা তৈরি;

৪. বয়স অনুযায়ী অনুমােদিত ক্যালরির চাহিদার ছক উপস্থাপন;

৬. অনুমােদিত চাহিদার সাথে উক্ত ব্যক্তিগণের দৈনিক চাহিদা তুলনা প্রয়ােজনে পাঠ্যপুস্তক শ্রেণি শিক্ষক ও ইন্টারনেটের সহায়তা নেওয়া যেতে পারে;

 

 

Join our YouTube channel 

 

এসএসসি প্রথম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১

 ১ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান 

 অর্থনীতি 

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা 

ফিন্যান্স ও ব্যাংকিং 

ব্যবসায় উদ্যোগ

Finance and Banking 1st Week Assignment Answer

Biology 1st Week Assignment Answer

Business Entrepreneurship 1st Week Assignment Answer

 

৯ম শ্রেণীর ৯ম সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট উত্তর

বাংলা

পদার্থ

হিসাব বিজ্ঞান

ইতিহাস ও বিশ্বসভ্যতা

জীববিজ্ঞান

ফিন্যন্স ও ব্যাংকিং

পৌরনীতি ও নাগরিকতা

 

Join our YouTube channel

class 8 all subject

এস এস সি ( SSC ) দ্বিতীয় সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর

ইংরেজি এসাইনমেন্ট উত্তর

বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর

বাংলাদেশ ও বিশ্বপরিচয়  এসাইনমেন্ট উত্তর

 

 

এইচ এস সি (HSC ) দ্বিতীয় সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর

ইংরেজি এসাইনমেন্ট উত্তর
পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
অর্থনীতি এসাইনমেন্ট উত্তর
পৌরনীতি ও সুশাসন এসাইনমেন্ট উত্তর
যুক্তিবিদ্যা এসাইনমেন্ট উত্তর

 

তাছাড়া আমাদের ওয়েবসাইটে Class 6 ) ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট , ( Class 7 ) সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ( Class 8 ) অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট , (Class 9নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, (SSC ) দশম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ( HSC ) একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট উত্তর দেওয়া হয়ে থাকে আপনারা চাইলে দেখতে পারেন ।

 

 


Spread the love

Leave a Comment