Bijoy Bangla Typing Tutorial Free Online Course – Lesson 5 | বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল ফ্রি অনলাইন কোর্স-পাঠ ৫
বাংলা টাইপিং শিখতে যদি আপনি ফাঁকি দেন তাহলে আপনি Next Lesson এর কোনো কিছুই লিখতে পারবেন না। এজন্য অবশ্যই আপনি তাড়াহুড়ো না করে একটি Lesson সকাল বিকাল 10-15 মিনিট করে প্রথম থেকে শেষ পর্যন্ত বার বার চেষ্টা করুন তাহলে আপনার এই Lesson আয়ত্তে চলে আসবে ।
Step : 13
ডান হাতের মধ্যমা আঙ্গুল তুলে উপরের সারির “I” বাটনে পাবেন “হ”
বাম হাতের মধ্যমা আঙ্গুল তুলে উপরের সারির “E” বাটনে পাবেন “ড”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
হড ডহ হড হড ডহ ডহ হড ডাকাত ডাকাতি হাতি হাবা দূতি ডাব হজ ডট চড
Shift সহ
বাম হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
ডান হাতের মধ্যমা আঙ্গুল তুলে উপরের সারির “I” বাটনে পাবেন “ঞ”
ডান হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
বাম হাতের মধ্যমা আঙ্গুল তুলে উপরের সারির “E” বাটনে পাবেন “ঢ”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
যেখানে “হ” = Shift সহ সেখানে “ঞ”
যেখানে “ড” = Shift সহ সেখানে “ঢ”
ঞঢ হঞ ঞহ ঞহ হঞ হঞ ঞহ হঞ হঢ হঠাত্ ডিঞা হাতি ঢাক ঢাকা ডাব পাঞা
Step : 14
ডান হাতের অনামিকা আঙ্গুল তুলে উপরের সারির “O” বাটনে পাবেন “গ”
বাম হাতের অনামিকা আঙ্গুল তুলে উপরের সারির “W” বাটনে পাবেন “য”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
গয গয যগ যগ যুগ যুগ জগ গত টাকা যত যগ যাঁতা জাত পাপ পাপি পাতা জজ
Shift সহ
বাম হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
ডান হাতের অনামিকা আঙ্গুল তুলে উপরের সারির “O” বাটনে পাবেন “ঘ”
ডান হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
বাম হাতের অনামিকা আঙ্গুল তুলে উপরের সারির “W” বাটনে পাবেন “য়”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
যেখানে “গ” = Shift সহ সেখানে “ঘ”
যেখানে “য” = Shift সহ সেখানে “য়”
ঘয় ঘয় য়ঘ য়ঘ ঘয় ঘয় যায় খায় ঘাত ঘাতক জয় জগ দিক খায় দাগ ঘট ছয় ছাতু
Step : 15
ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল তুলে উপরের সারির “P” বাটনে পাবেন “ড়”
বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল তুলে উপরের সারির “Q” বাটনে পাবেন “ঙ”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
ড়ঙ ঙড় ডঙ ডঙ জঙ ড়ঙ ঙড় ড়ঙ বড় জড় দঙ টঙ হাড় ড়ড টড় হাত ঙজ ঙচ
Shift সহ
বাম হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল তুলে উপরের সারির “P” বাটনে পাবেন “ঢ়”
ডান হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল তুলে উপরের সারির “Q” বাটনে পাবেন “ং”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
যেখানে “ড়” = Shift সহ সেখানে “ঢ়”
যেখানে “ঙ” = Shift সহ সেখানে “ং”
ঢ়ং ঢ়ং ঢ়ং ঢ়ং বাং টং ডং ঢ়ং পাংখা চাঙা যায় যাং ধং তং বং ছাতা ছিকা ডুবা বৃথা হয়
আপনার রিলেটিভ এবং বন্ধুদের মাঝে শেয়ার করেন, যাতে তারাও খুব সহজেই বাংলা টাইপিং শিখেতে পারে ।
আপনি আরো শব্দ লেখার চেষ্টা করবেন, যত শব্দ লেখার চেষ্টা করবেন আপনারা বাংলা টাইপিং স্পিড অনেক ফাস্ট হবে । এগুলো লিখতে আপনার হাতে একটু ব্যথা অনুভব হতে পারে ,চিন্তার কোন কারন নেই । প্রথম কয়েকদিন এরকম হতেই পারে,আপনি যখন টাইপিং করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার হাত ব্যাথা করবে না ।
যদি কোন টাইপিং রিলেটেড প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন । আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিব । তাছাড়া আপনারা চাইলে টাইপিং পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন ।
<< Previous Lesson 1 – 2 –3– 4 – 5 – 6 – 7 – 8 – 9 – 10 – Next Lesson >>