Bijoy Bangla Typing Tutorial Free Online Course – Lesson 2 | বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল ফ্রি অনলাইন কোর্স-পাঠ ২

Spread the love

Bijoy Bangla Typing Tutorial Free Online Course Lesson-2-বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল ফ্রি অনলাইন কোর্স পাঠ-২

Bijoy Bangla Typing Tutorial Free Online Course – Lesson 2

বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল ফ্রি অনলাইন কোর্স পাঠ ২

কোন কিছু শেখার জন্য আপনাকে ধৈর্য সহকারে চেষ্টা করতে হবে । বাংলা টাইপিং শেখার জন্য আপনাকে অবশ্যই বারবার চেষ্টা করতে হবে । প্রথমে আপনার অনেক বিরক্ত মনে হতে পারে । কিন্তু আপনি যখন বারবার চেষ্টা করবেন তখন আপনি খুব সহজেই বাংলা টাইপিং শিখতে পারবেন । আপনারা যাতে খুব সহজে বাংলা শিখতে পারেন এজন্য আমরা Lesson গুলো একেবারে বড়  অথবা একেবারে ছোট করা হয়নি।

প্রথমে হাত Home Key-তে হাত বসান এবং Ctrl+Alt+V দিয়ে ইউনি-বিজয় চালু করে নিতে হবে। ইউনি-বিজয় চালু থাকা অবস্থায়-

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম pdf

Step : 1

ডান হাতের তর্জনি আঙ্গুলের নিচে “J” বাটনে আছে “ক”
বাম হাতের তর্জনি আঙ্গুলের নিচে “F” বাটনে আছে “ া/আ-কার”
Space দেয়ার জন্য ডান বা বাম হাতের বৃদ্ধা আঙ্গুল ব্যবহার করুন।

প্রতিটি Step-এ রাখার চেষ্টা করুন কোন আঙ্গুলের নিচে কি আছে।

 

নিচের লিখাটি লিখুন- (চোখ মনিটরে রাখার চেষ্টা করুন কিবোর্ডের দিকে কম তাকান)

কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা 

Step : 2

ডান হাতের মধ্যমা আঙ্গুলের নিচে “K” বাটনে আছে “ত”
বাম হাতের মধ্যমা আঙ্গুলের নিচে “D” বাটনে আছে “ ি/ই-কার”

ইউনি-বিজয়ে প্রথমে ই-কার দিলে তা দেখা যাবে না, পরবর্তী বর্ণ চাপ দেয়ার সাথে সাথে তা দেখা যাবে।

তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি

বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল ফ্রি অনলাইন কোর্স পাঠ ২

Step : 3

ডান হাতের অনামিকা আঙ্গুলের নিচে “L” বাটনে আছে “দ”
বাম হাতের অনামিকা আঙ্গুলের নিচে “S” বাটনে আছে “ ু /উ-কার

দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু

Step : 4

ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলের নিচে “;/Semi-Colon” বাটনে আছে “; /সেমি-কোলন”
বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলের নিচে “A” বাটনে আছে “ ৃ /ঋ-কার

; ‍ ‍ৃ ‍; ‍ ‍ৃ ;  ‍ৃ ; ‍ৃ ; ‍ৃ ; ‍ৃ ; ‍ৃ ; ‍ৃ ; ‍ৃ ; ‍ৃ ; ‍ ‍ৃ ; ‍ৃ ; ‍ৃ ; ‍ৃ ; ‍ ‍ৃ ; ‍ৃ ; ‍ৃ ; ‍ ‍ৃ 

Step : 5

ডান হাতের তর্জনি আঙ্গুল বাম দিকে একটু টেনে “H” বাটনে আছে “ব”
“H” বাটনে “ ব” প্রেস করে তর্জনি আঙ্গুল আবার Home Key “J”-এ নিয়ে আসুন।

বাম হাতের তর্জনি আঙ্গুল ডান দিকে একটু টেনে ”G” বাটনে আছে “ ্ /হসন্ত”
“H” বাটনে “ ্ /হসন্ত” প্রেস করে তর্জনি আঙ্গুল আবার Home Key “F”-এ নিয়ে আসুন।
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।

Bijoy Bangla Typing Tutorial Free Online Course Lesson-2

বিভিন্ন বাটন প্রেস করার জন্য আঙ্গুল যেখানেই যাক। সেসকল বাটন প্রেস করার পর আঙ্গুল আবার Home Key-তে নিয়ে আসতে হবে।

ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্

Step : 1 to 5

যতটুকু শিখেছেন সবটুকু এক সাথে চর্চা করার জন্য নিচের লাইনটি বার বার লিখুন-

কাকা বাবা কবি কবিতা কুতুব বাকি বাত্ কব্ কৃত;

 

Join our YouTube channel 

বাংলা টাইপিং শিখতে যদি আপনি ফাঁকি দেন তাহলে আপনি Next Lesson এর কোনো কিছুই লিখতে পারবেন না। এজন্য অবশ্যই আপনি তাড়াহুড়ো না করে একটি Lesson সকাল বিকাল 10-15 মিনিট করে প্রথম থেকে শেষ পর্যন্ত বার বার চেষ্টা করুন তাহলে আপনার প্রথম Lesson আয়ত্তে চলে আসবে ।

আপনার রিলেটিভ এবং বন্ধুদের মাঝে শেয়ার করেন, যাতে তারাও খুব সহজেই বাংলা টাইপিং শিখেতে পারে ।

 

 

 

 << Previous Lesson  1 – 2 – 3 – 4 – 5 – 6 – 7 – 8 – 9 – 10 – Next Lesson >>

 


Spread the love

Leave a Comment