ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট কৃষি শিক্ষা উত্তর
কৃষি শিক্ষা বিষয়টি অনেক মজার একটা সাবজেক্ট,কৃষি বিষয়ক বিভিন্ন জ্ঞান অর্জন করা যায় কৃষি বই পড়লে। একটু সাজিয়ে গুছিয়ে লিখলেই ভালো মার্ক পাওয়া যায় এ সাবজেক্টে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে প্রথম ও দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট পৌঁছে গেছে তবে অনলাইনে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও পাওয়া যাচ্ছে
বিষয়: কৃষি শিক্ষা
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিনা নিকলী বেগম ২০২০ সালে উপজেলায় অনুষ্ঠিত ‘কৃষি মেলা দেখতে যান। তিনি মেলায় প্রদর্শিত কৃষি জাত পণ্য, বিভিন্ন ফসলের নানা জাতের চারা ও গাছের উন্নত ফলন দেখে কৃষি কাজের প্রতি আকৃষ্ট হয়ে নিজের পৈত্রিক জমিতে কৃষি কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন। কৃষি কার্যক্রম পরিচালনা করতে রিনা বেগম অভিজ্ঞ কৃষক, কৃষি মেলা, কৃষি শিক্ষা, কৃষি গবেষণা, কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলাে কীভাবে কাজে লাগাবেন? নিচের প্রশ্নগুলাের উত্তরের মাধ্যমে তােমার মতামত
কৃষি শিক্ষা এসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণি
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ
১। রীনা বেগম কৃষি মেলায় কী কী কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন?
২। তার কৃষিকার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়ােজনীয়- তথ্য ও সেবা পেতে পারে।
৩। কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে?
৪। একজন অভিজ্ঞ কৃষক কীভাবে রীনা বেগমকে সহায়তা করতে পারে?
৫। একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে তুমি কীভাবে আলাদা করবে?
কৃষি শিক্ষা এসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণি উওর
১) শিক্ষার্থীরা ১ম অধ্যায়ের পাঠ ২, ৩ ও ৪ এর আলােকে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিবে।
২) শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে প্রয়ােজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করবে।
৩) নিজ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করতে পারবে।
৪) তথ্য প্রযুক্তি যেমন- Facebook, Email, Skype, Mobile ifa ব্যবহার করে অভিজ্ঞ কৃষক, কৃষি বিষয়ক শিক্ষক, কৃষি বিজ্ঞানী, কৃষি বিষয়ক কর্মকর্তা, কৃষি মেলার আয়ােজক প্রভৃতি ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করতে পারে।
৫) কোনাে তথ্য উৎস থেকে অবিকল কোনাে তথ্য লিখে (হ বহু) এ্যাসাইনমেন্ট জমা দেয়া যাবে না। নির্ধারিত মধ্যে
৬) এ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। শিক্ষার্থীদের সময়ের নিজ হাতে
৭) এ্যাসাইনমেন্ট লিখতে হবে।
৮) শিক্ষার্থীদেরকে তাদের পিতামাতা, ভাইবােন, আত্মীয়স্বজন, শিক্ষকগণ লিখে দিলে তা বাতিল হবে।
৯) যে কোনাে কাগজ ব্যবহার করা | যাবে।
১০) ১ম পৃষ্ঠায় নাম, শ্রেণি, রােল,
কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণি ষষ্ঠ সপ্তাহ
অতি উত্তম:
১. সঠিকভাবে ৫টি প্রশ্নের উত্তর লিখতে পারলে
২. প্রশ্নগুলাের উত্তর পাঠ্যপুস্তকের সাথে সংগতিপূর্ণ থাকলে
৩. লেখায় লক্ষ্যণীয়মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকলে
উত্তম:
১.অধিকাংশ (৩/৪ টি) প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারলে
২. প্রশ্নগুলাের উত্তর অধিকাংশ ক্ষেত্রেই পাঠ্যপুস্তকের সাথে সংগতিপূর্ণ থাকলে
৩.লেখায় আংশিকমাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকলে
ভালাে:
১. কমপক্ষে ২টি প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারলে
২. প্রশ্নগুলাের উত্তর পাঠ্যপুস্তকের সাথে আংশিক সংগতিপূর্ণ থাকলে
৩. লেখায় সামান্যমাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকলে অগ্রগতি প্রয়ােজন:
১. কোনাে প্রশ্নের উত্তরই সঠিকভাবে লিখতে না পারলে
২. প্রশ্নগুলাের উত্তরে পাঠ্যপুস্তকের সাথে সংগতির অভাব থাকলে
৩. লেখায় নিজস্বতা ও সৃজনশীলতা অনুপস্থিত থাকলে
ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর কৃষি শিক্ষা ২০২১
নোট: এসাইনমেন্ট এর উত্তর অল্প কিছুক্ষণের মধ্যেই আপলোড দেওয়া হবে।
ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান সমাধান
আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন
৬ষ্ঠ শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ || Class 6 Six Assignment 2021 5th week
https://youtu.be/h-VbJrp1Dk0
ষষ্ঠ শ্রেণির সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট এর উত্তর