৯ম নবম শ্রেণীর নবম ৯ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ pdf – Physics 9th week Assignment Answer,২০২১ সালের নবম পরীক্ষার এসাইনমেন্ট উত্তর, ৯ম নবম ৯ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর, ৯ম শ্রেণী পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১, Physics Assignment 2021 9th Week, ৯ম শ্রেণির ৯ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান,class 9 2021 Assignment pdf, ৯ম সপ্তাহের পদার্থ অ্যাসাইনমেন্ট সমাধান, Class 9 Assignment pdf
৯ম নবম শ্রেণীর ৯ম সপ্তাহের পদার্থ বিজ্ঞানঅ্যাসাইনমেন্ট সমাধান
নবম শ্রেণির পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট । ৯ম নবম সপ্তাহের জন্য ৯ম শ্রেণীর ৭টি বিষয় বাংলা,পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ইতিহাস ও বিশ্বসভ্যতা, জীববিজ্ঞান, ফিন্যন্স ও ব্যাংকিং, পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে। দেয়া হয়েছে। তাই আপনাদের জন্য নবম শ্রেণির নবম ৯ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১। নিচে দেখুন ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট পদার্থ সমাধান। Class 9 Physics Assignment Answer 9th Week. class 9 assignment 9th week answer. নবম শ্রেণির পদার্থ এসাইনমেন্ট এর সমাধান ।
আপনি সঠিক জায়গায় চলে আসছেন কারণ আমরা এখানে নবম ৯ম শ্রেণির ৯ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট বিষয় নিয়ে প্রশ্ন ও সমাধান প্রকাশ করেছি। আপনি আপনার ৯ম শ্রেণির সমাধান প্রশ্নগুলিও দেখতে পারেন। আপনি যদি চান আপনার অ্যাসাইনমেন্ট প্রশ্নের উত্তর সহজেই দেখতে পাবেন। নবম শ্রেণী নবম সপ্তাহের উত্তর সমাধান পিডিএফ ডাউনলোড
নবম শ্রেণির ৯ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট
নবম শ্রেণি পদার্থ বিজ্ঞানঅ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ | ৯ম সপ্তাহ আপনি কি নবম ৯ম শ্রেণির ৯ম সপ্তাহের পপদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ নবম সন্ধান করছেন? তারপরে একটি এসাইনমেন্ট তৈরি করা আপনার পক্ষে সুবিধাজনক হবে। নবম ৯ম শ্রেণির ৯ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এসাইনমেন্টের উত্তর আমরা প্রতিটি বিষয়ের জন্য ধাপে ধাপে এখানে আলোচনা করেছি। সুতরাং আপনি এখান থেকে আমাাদের ওয়েব সাইটে TechnicalMomin.com আপনার শ্রেণীর সমস্ত বিষয়ের উত্তর সংগ্রহ করতে পারেন। নীচে আপনার উত্তর দেওয়া আছে।
নবম শ্রেণির নবম ৯ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর এবং প্রশ্ন ২০২১
আপনি যদি ৯ম সপ্তাহের নবম শ্রেণির পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট সন্ধান করছেন, আমরা আপনার জন্য এখানে আছি বিশেষজ্ঞের সহায়তায় আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম উত্তর সরবরাহ করি। আপনার অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে, আমাদের প্রদত্ত উত্তর আপনাকে আপনার একটি লেখার ক্ষেত্রে অনেক সহায়তা করবে। প্রতিটি প্রশ্নের উত্তর বিবরণ এবং ভাল মার্ক পাওয়ার জন্য সেরা। নবম শ্রেণি পদার্থ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
৯ম শ্রেণী ৯ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্ন উত্তর
ক্লাস নবম ৯ম পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট সম্পর্কিত সকল তথ্য আমাদের এখানে বিস্তারিত আকারে আলোচনা করা হয়েছে। সুতরাং আপনি যদি পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট সম্পর্কিত কোন তথ্য জানতে চান, তাহলে আমাদের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালভাবে পড়ুন। তাহলে আশা করা যায় ক্লাস নবম ৯ম শ্রেণি পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট সম্পর্কে সকল তথ্য আপনি আমাদের এই পোস্ট থেকে জানতে পারবেন।
যে যেহেতু প্রত্যেক শিক্ষার্থী তাদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট বিদ্যালয় জমা দিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে। সুতরাং আমি বলতে পারি যে, ক্লাস নবম এর শিক্ষার্থীদের জন্য এই অ্যাসাইনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাসাইনমেন্ট লেখা শেষ হলে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময়ে এসাইনমেন্ট বিদ্যালয়ের শিক্ষকের কাছে জমা দিতে হবে । কারণ এই অ্যাসাইনমেন্ট আপনার বিদ্যালয় জমা দিলেই আপনি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবেন।
৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান ৯ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট PDF Download
নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী পদার্থ সাবজেক্ট খুব বেশি বুঝেনা। এবং আমরা জানি যে, সম্প্রতি করোনাভাইরাসের কারণে ক্লাস নবম শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এই ক্ষতিটা কিছুটা পুষিয়ে নেয়ার জন্য ক্লাস ৯ম শ্রেণির শিক্ষার্থীদের এসাইনমেন্ট তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। নবম শ্রেণির পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২১, Class 9 Physics Assignment Answer 9th Week. class 9 9th week assignment 2021,৯ম শ্রেণীর ৯ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
নবম শ্রেণি পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
তাছাড়া নবম শ্রেণির পদার্থ বিজ্ঞান সাবজেক্ট তোমরা পড়ে তারপর নবম শ্রেণির পদার্থ এসাইনমেন্ট উত্তর লিখবে । অবশ্যই এসাইনমেন্ট সুন্দর করে লিখতে হবে হাতের লেখা খারাপ হলে অনেক সময় নাম্বার কম পাওয়া যায় । এজন্য আপনারা চেষ্টা করবেন যাতে নবম শ্রেণির পদার্থ এসাইনমেন্ট উত্তর খুব সুন্দর ভাবে লিখতে পারো। নবম শ্রেণি পদার্থ বিজ্ঞান এসাইমেন্ট সমাধান দেয়া হয়েছে ,সেখান থেকে চাইলে খুব সুন্দর ভাবে লিখতে পারবে। class 9 Physics assignment solution. assignment class 9 Physics 9th week,
৯ম নবম শ্রেণী পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর সমাধান পিডিএফ ডাউনলোড
আপনাদের বাকি এসাইনমেন্ট গুলো আমার ওয়েবসাইটে দেয়া হবে সেখান থেকে চাইলে নবম শ্রেণীর নবম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর লিখতে পারবে । নবম শ্রেণীর সমাধান করার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটের সাথেই থাকবেন। কারণ নবম শ্রেণীর নবম সপ্তাহের পদার্থ এসাইনমেন্ট উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে আপলোড করে দিই। আপনি চাইলে বাকি নবম শ্রেণী অ্যাসাইনমেন্ট উত্তর দেখতে পারেন। নবম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট লেখার পর অবশ্যই নির্দিষ্ট তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। class 9 Physics assignment answer. class 9 assignment 2021 9th week answer. নবম শ্রেণির পদার্থ বিজ্ঞানএসাইনমেন্ট এর সমাধান
২০২১ সালের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এসাইনমেন্ট
তারিখ : ১/৭/২০২১
বরাবর,
প্রধান শিক্ষক
জে কে হাই স্কুল এন্ড কলেজ (এখানে তোমার স্কুল/কলেজ নাম লিখবে)
দনিয়া, ঢাকা (এখানে তোমার ঠিকানা লিখবে)
বিষয়:পদার্থ বিজ্ঞানের ক্রমবিকাশ সংক্রান্ত প্রতিবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আপনার আদেশ নং জে.কে-৪৭ তারিখ: ০১/ ৭/২০২১ অনুসারে উপরােক্ত বিষয়ের উপর আমার নিজের প্রস্তুতকৃত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম
পদার্থ বিজ্ঞানের ক্রমবিকাশ
সূচনা:
আধুনিক যুগ বিজ্ঞানের অবদান। শত শত বছর ধরে অসংখ্য বিজ্ঞানী আর তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফসল আধুনিক এই বিজ্ঞান। শত প্রতিকূল পরিস্থিতিকে মােকাবেলা করে, যােগাযােগ ব্যবস্থা ও অন্যান্য সামাজিক সীমাবদ্ধতা সত্ত্বেও বিজ্ঞানীদের গবেষণা থেমে থাকেনি। জ্ঞানের অন্বেষণ আর প্রকৃতির রহস্য উন্মােচিত করে বিজ্ঞানীরা আমাদের আধুনিক বিজ্ঞান উপহার দিয়েছেন।
আদিপৰ্ব (গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতা):
পদার্থবিজ্ঞান শুরুতে ছিল জ্যোতির্বিদ্যা, আলােকবিজ্ঞান, গতিবিদ্যা এবং গণিতের সমন্বয়। গ্রিক বিজ্ঞানী থেলিস (BC 586-624) প্রথম কার্যকারণ এবং যুক্তি ছাড়া ধর্ম কিংবা অন্যান্য কাহিনিভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। গণিত, জ্যামিতিতে পিথাগােরাসের অবদান অনষ্বীকার্য। গ্রিক দার্শনিক ডেমােক্রিটাস (460 BC) প্রথম পদার্থের অবিভাজ্যতার ধারণা দেন এবং এটম নাম ব্যবহার করেন। এরিস্টটল মাটি, পানি, বাতাস ও আগুন দিয়ে সবকিছু তৈরির মতবাদ দেন। সৌরজগতের প্রথম ধারনা দেন আরিস্তারাকস। তখনকার অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আর্কিমিডিস তরল পদার্থে উর্ধ্বমুখী বলের ধারণা দেন।
ভারতবর্ষে আর্যভট্ট (476), ব্রহ্মগুপ্ত এবং ভাস্কর গণিত ও জ্যোতির্বিদ্যার অনেক মূলবান কাজ করেছেন।মুসলিম বিজ্ঞানী আল খােয়ারিজমির (783) নাম অনুসারে বর্তমান এলজেবরা নামটি এসেছে। আলােকবিজ্ঞানের স্থপতি ইবনে আল হাইয়াম, প্রকৃতির ইতিহাস সংক্রান্ত এনসাইক্লোপিডিয়ার লেখক আল মাসুদি (৪96), গণিত, জ্যোতির্বিদ্যা এবং দর্শনের অন্যতম পন্ডিত ছিলেন ওমর খৈয়াম। কম্পাসের সাহায্যে দিক নির্ণয়ের সৃচনা করেন চীনা বিজ্ঞানী শেন কুয়াের। পদার্থবিজ্ঞানে এইসব বিজ্নানীদের অবদান উল্লেখযােগ্য।
বিজ্ঞানের উত্থানপর্ব:
যােড়শ এবং সপ্তদশ শতাব্দীতে ইউরােপে পদার্থবিজ্ঞানের জগতে বিশ্ময়কর বিপ্লবের সূচনা হয়, সময়টা ছিল ইউরােপীয় রেনেসার যুগ। 1543 সালে কোপারনিকাসের সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা অনেকদিন সবার ছিল। গ্যালিলিও (1564-1642) সেটিকে সবার সামনে এনে গাণিতিক সূত্র দ্বারা প্রমাণ করার আড়ালে বৈজ্ঞানিক ধারার সূচনা করেন। এজন্য গ্যালিলিওকে অনেক সময় আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। 1687 সালে বিজ্ঞানী নিউটন বলবিদ্যার তিনটি এবং মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করে বল ও গতিবিদ্যার ভিত্তি তৈরি, করেন। তিনি বিজ্ঞানী লিবনিজের সাথে গণিতের এক চমকপ্রদ শাখা ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন।
1798 সালে বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড তাপকে শক্তি হিসেবে অভিহিত করেন এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে বূপান্তরিত করে দেখান। লর্ড কেলভিন 1850 সালে তাপ গতিবিজ্ঞানের (থামেডিনামিক্সের) দুটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন। 1778 সালে বিজ্ঞানী কুলম্ব বৈদ্যুতিক চার্জের ভেতরকার বলের জন্য সূত্র আবিষ্কার করেন। 1800 সালে ভােল্টা ব্যাটারি আবিষ্কার করেন। 1820 সালে অরস্টেড বৈদ্যুতিক চুম্বক তৈরি করে দেখান। 1831 সালে মাইকেল ফ্যারাডে এবং হেনরি দেখান যে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করে বিদ্যুৎ তৈরি করা যায়। 1864 সালে ম্যাক্সওয়েল প্রমাণ করেন যে, বিদ্যুৎ ও চুম্বক একই শক্তির দুটি ভিন্ন বূপ।
আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা:
পদার্থবিজ্ঞানের কিছু সীমাবদ্ধতা প্রকাশ পায় উনবিংশ শতাব্দীতে এসে। 1803 সালের জন ডাল্টনের পারমানবিক তত্ত্বের পর 1897 সালে থমসন সেই পরমানুর ভেতর ইলেকট্রন আবিষকার করেন। বিজ্ঞানী রাদারফোর্ড পরমানুর কেন্দ্রের নিউক্লিয়াসে পজিটিভ চার্জের উপস্থিতি দেখালেন। 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্ডের কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কারের পর পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল। বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যার স্বীকৃতিস্বরূপ প্রফেসর সত্যেন্দ্রনাথ বসুর সম্মানে একশ্রেণির মৌলিক কণাকে বােজন নাম দেওয়া হয়। 1900 থেকে 1930 সময়টিতে অনেক বড় বড় বিজ্ঞানী মিলে কোয়ান্টাম তত্ত্বটিকে প্রতিষ্ঠিত করেন। প্রকৃতপক্ষে ইথার বলে কিছু নেই এবং আলাের বেগ স্থির কিংবা গতিশীল সব মাধ্যমে সমান এটা প্রমাণ করে দেখান 1887 সালে মাইকেলসন ও মােরলি। 1905 সালে আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি থেকে এই বিষয়টির ব্যাখ্যা পাওয়া যায়।
থিওরি অব রিলেটিভিটি থেকেই সর্বকালের সবচেয়ে চমকপ্রদ সূত্র E=mc বের হয়ে আসে, যেখানে দেখানাে হয় বস্তুর ভরকে শক্তিতে রৃূপান্তর করা সম্ভব। 1895 সালে রন্টজেন এক্স-রে আবিষ্কার করেন। 1896 সালে বেকেরেল দেখান যে, পরমাণুর কেন্দ্র থেকে তেজক্ক্রিয় বিকিরণ হয়। 1899 সালে পিয়ারে ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন এবং বিজ্ঞানীরা বুঝতে পারেন পরমাণুগুলাে আসলে অবিনশ্বর নয়, সেগুলাে ভেঙে তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে।
সাম্প্রতিক পদার্থবিজ্ঞান:
ইলেকট্রনিকস এবং আধুনিক প্রযুক্তি আবিষ্কারের কারণে শক্তিশালী এক্সেলেরেটর তৈরি করা সম্ভব হয়। ফলে নতুন নতুন কণা আবিষ্কৃত হতে থাকে। 2013 সালে পরীক্ষাগারে হিগজ বােজনকে শনাক্ত করার তত্ত্বটি পদার্থবিজ্ঞানের বিরাট সাফল্য হিসেবে ধরা হয়। বিজ্ঞানীরা দেখান যে, প্রায় ১৪ বিলিয়ন বছর পূর্বে “বিগ ব্যাং নামে একটি প্রচণ্ড বিস্ফোরণে বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হওয়ার পর সেটি প্রসারিত হতে থাকে। ১৯২৪ সালে হাকল দেখান যে, বিশ্বব্রহ্মাণ্ডের সবগুলাে গ্যালাক্সি একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে। কঠিন পদার্থের বিজ্ঞান নিয়ে গবেষণা অর্ধপরিবাহী পদার্থের জন্ম দেয়, যেগুলাে ব্যহার করে বর্তমান ইলেকট্রনিকস গড়ে উঠেছে, যেটি বর্তমান সভ্যতার মূলভিত্তি।
৯ম শ্রেণীর ৯ম সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট উত্তর
এস এস সি ( SSC ) দ্বিতীয় সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্ট উত্তর
এইচ এস সি (HSC ) দ্বিতীয় সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর
ইংরেজি এসাইনমেন্ট উত্তর
পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
অর্থনীতি এসাইনমেন্ট উত্তর
পৌরনীতি ও সুশাসন এসাইনমেন্ট উত্তর
যুক্তিবিদ্যা এসাইনমেন্ট উত্তর
তাছাড়া আমাদের ওয়েবসাইটে ( Class 6 ) ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট , ( Class 7 ) সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ( Class 8 ) অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট , (Class 9) নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, (SSC ) দশম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ( HSC ) একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট উত্তর দেওয়া হয়ে থাকে আপনারা চাইলে দেখতে পারেন ।
তাছাড়া নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট এর উত্তর দেখতে পারেন
৯ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট
ষষ্ঠ শ্রেণির সকল এসাইনমেন্ট এর উত্তর
সপ্তম শ্রেণীর সকল এসাইনমেন্ট এর উত্তর
অষ্টম শ্রেণীর সকল এসাইনমেন্ট এর উত্তর
নবম শ্রেণীর সকল এসাইনমেন্ট এর উত্তর