কোভিড-১৯ পরিস্থিতিতে আমার করণীয় | অষ্টম ৮ম শ্রেণির ১৪ তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট
অষ্টম ৮ম শ্রেণির ১৪ তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর
কোভিড-১৯ পরিস্থিতিতে আমার করণীয়
শ্রেণি: অষ্টম (৮ম)
বিষয় : ইসলাম ও নৈতিক শিক্ষা
অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩
কোভিড-১৯ পরিস্থিতিতে আমার করণীয় | অষ্টম ৮ম শ্রেণির ১৪ তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: ৩
চতুর্থ অধ্যায়: আখলাক
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: “কোভিড-১৯ পরিস্থিতিতে আমার করনীয়”
সংকেত:
১। কুরআন ও হাদিসের আলোকে সমাজ সেবার গুরুত্ব
২। কোভিড পরিস্থিতিতে যেসব সহায়তা লাগবে তার তালিকা
৩। কিভাবে অর্থ সংগ্রহ করা যেতে পারে তার পরিকল্পনা
৪। সংগৃহীত অর্থ উক্ত জনগোষ্ঠীর সহায়তার জন্য কীভাবে ব্যয় করবে তার নির্দেশনা।
অষ্টম ৮ম শ্রেণির ১৪ তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর সমাধান ২০২১
নির্দেশনা:
- পাঠ্যপুস্তক থেকে উক্ত বিষয়ে ধারণা নেওয়া যেতে পারে।
- শিক্ষার্থী সর্বোচ্চ ২০০ শব্দ এবং উপযুক্ত কোরআন হাদিসের দলিলসহ উপস্থাপন করতে হবে
- প্রয়োজনে অভিভাবকের সহযোগিতা নেয়া যেতে পারে
- মোবাইল বা যেকোনো ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে বিষয় শিক্ষকের সাহায্য নেওয়া যেতে পারে
- ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে।
- অ্যাসাইনমেন্ট সহস্তে লিখতে হবে।
কোভিড-১৯ পরিস্থিতিতে আমার করণীয় | অষ্টম ৮ম শ্রেণির
৮ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর
শ্রেণিঃ ৮ম
বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা
এসাইনমেন্ট নং : ০৩
এসাইনমেন্টের শিরােনামঃ কোভিড-১৯ পরিস্থিতিতে আমার করণীয়
কুরআন-হাদিসের আলােকে সমাজ সেবার গুরুত্বঃ
ভূমিকাঃ সামাজের বঞ্চিত জনগােষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সামজ সেবা বলে। ব্যাপক অর্থে মানবকল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচিই হচ্ছে সমাজসেবা। সমাজে নানা শ্রেণি ও পেশার লােক বাস করে। তারা সকলে সমান নয়। তাদের সুযােগ সুবিধা ও সমান নয়। কেউ বিপুল সম্পদের অধিকারী আবার কেউ কর্মহীন। সম্পদশালী ব্যক্তিগণ অভাবী জনগােষ্ঠীর উন্নয়নেও তাদের সম্পদ ব্যয় করবে। সমাজের অবহেলিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠান গড়বে। এটাই ইসলামের নিদেশ। মহান আল্লাহ বলেন-
অর্থঃ *এবং তাদের (ধনীদের) ধন-সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক। অথশালী ব্যক্তি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে এমন প্রতিষ্ঠান গড়বে, যে প্রতিষ্ঠানে অভাবী লােকেরা কাজ করে তাদের আর্থিক সমস্যার সুরাহা করবে। বাচার অবলম্বন খুজে পাবে। গ্রামের উন্নয়নের বিরাট বাধা দূর করার জন্য গ্রামে-গঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তােলাসহ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তােলা সমাজসেবামূলক কাজ। সমাজকে অশিক্ষা ও নিরক্ষরতার হাত থেকে মুক্ত করার লক্ষ্যে
আল্লাহ তায়ালা কুরআনে বলেন-
অর্থঃ “পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন”।
হাদিসে বলা হয়েছে;
অথ্থঃ জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সবস্তরের জনগণের উপকারে আসে এমন সব কাজের অভ্যাস ছােটবেলা থেকেই করা দরকার। যেমন- ভাঙা রাস্তা মেরামত করা, নতুন রাস্তা নির্মাণ করা, বৃক্ষ রােপণ করা, বৃক্ষ সংরক্ষণ করা, পুল নি্মাণ করা ইত্যাদি।
কোভিড-১৯ পরিস্থিতিতে আমার করণীয় | অষ্টম ৮ম শ্রেণির
২ নং
কোভিড পরিস্থিতিতে যে সব সহায়তা লাগবে তার তালিকাঃ
বর্তমান কোভিড আমাদের দেশের যে অবস্থা দেখা যাচ্ছে, আমাদের দেশের অধিকাংশ পরিবার গরিব। তারা ঠিকমত তিন বেলা ভাত খেতে পারে না। তাই এই কোভিড পরিস্থিতিতে ধনী বা সরকার তাদেরকে যেসব সহায়তা
করার দরকার তার একটি তালিকাঃ
১। তাদের জন্য খাদ্য বা খাবারের ব্যবস্থা করে দেয়া।
২। তাদের জন্য জমা-কাপড় এর ব্যবস্থা করে দেয়া।
৩। যাদের ঘর-বাড়ি নেই তাদের ঘর-বাড়ির ব্যবস্থা করা।
৪। তাদের মাস্ক কিনে দিতে হবে।
৫। তাদের নিত্য প্রযােজনিয় জিনিস কিনে দিতে হবে।
৬। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
৭। তাদের বাচ্চাদের পড়া-লেখার ব্যবস্থা বিনা বেতনে করে দিতে হবে।
মােটকথা, এই কোভিড পরিস্তিতিতে মধ্যবিত্ত ও ধনী মানুষ তাদের জীবনধারণের জন্য হিমশিম খাচ্ছে। সেখানে গরিব মানুষ কিভাবে খাবারের যােগান দিবে। তাই এসব গরীব লােকেদের সহায়তা করা এবং তাদের পাশে থাকা একান্ত প্রয়ােজন।
কোভিড-১৯ পরিস্থিতিতে আমার করণীয় | অষ্টম ৮ম শ্রেণির
৩ নং
যেভাবে অর্থসংগ্রহ করা যেতে পারে তার পরিকল্পনাঃ
আমরা সামজিক জীব। ধনী-গরিব মিলেই আমাদের এই সমাজ। আমরা যাতে সুন্দর ও সুষ্ঠ সমাজ গড়ে তুলতে পারি । তাই আমাদের কিছু পদক্ষেপ বা পরিকল্পনা করা দরকার। যেখানে সব শ্রেণির লােক যাতে সহায়তা পায় সে ব্যবস্থা করা। এজন্য আমাদের দরকার অ্থ বা টাকা। সমাজের সব ধরনের মানুষ যদি সহায়তা করে তাহলে আমরা সুষ্ঠ সমাজ গড়ে তুলতে পারবাে।
যেভাবে অর্থ বা টাকার যােগান দিতে হবে এ পরিকল্পনা নিম্নে দেয়া হলােঃ
ক) একটি গ্রাম বা একটি ওয়ার্ড অথবা একটি থানা মিলে একটি সমাজ সেবা প্রতিষ্ঠান খুলে এর মাধ্যমে অর্থের যোগান সম্ভব।
খ) মাসিক চাঁদার মাধ্যমে। এখানে ধনী, গরিব সর্বস্তরের মানুষ থাকবে।
গ) বিদেশি ফান্ড খুলে। যেখানে বিদেশি মানুষেরা অর্থ দিবে।
কোভিড-১৯ পরিস্থিতিতে আমার করণীয় | অষ্টম ৮ম শ্রেণির
৪ নং
সংগৃহিত অর্থ উক্ত জনগােষ্ঠির সহায়তার জন্য যেভাবে ব্যয় করবে তার নির্দেশনাঃ
এখন সবচেয়ে বড় কাজ হলাে এই অথ বা সহায়তা যেভাবে নিরদিষ্ট মানুষের কাছে পৌঁছতে হবে তার সুষ্ঠ পরিকল্পনা করা এবং তাদের ভালাে-মন্দ যাচাই করে তাদের কোন খাতে ব্যয় করলে ভালাে হবে তা যাচাই করে ব্যয় করতে হবে। সংগৃহিত অর্থ উক্ত জনগােষ্ঠির সহায়তার জন্য যেভাবে ব্যয় করবাে তার
নির্দেশনাঃ
১) তাদের উন্নয়নে ব্যবহার করা।
২) যাদের খাদ্য নেই তাদেরকে খাদ্য দেয়া।
৩) যাদের ঘর-বাড়ি নেই তাদের ঘর-বাড়ি নির্মাণ করে দেয়া।
৪) যাদের পড়া-লেখার সুযােগ নেই তাদের পড়া লেখার সুযােগ করে দেয়া।
৫) স্কুল-কলেজ না থাকলে স্কুল কলেজ করে দেয়া।
মােট কথা, এই সংগৃহিত অথ্থ বা টাকা যাতে সমাজের মানুষের কাজে লাগে সেভাবে ব্যয় করা।
কোভিড-১৯ পরিস্থিতিতে আমার করণীয় | অষ্টম ৮ম শ্রেণির
এই ছিল অ্যাসাইনমেন্টের উত্তর,
অ্যাসাইনমেন্টের উত্তর ডাউনলোড করে নিতে পারেন নিচে দেওয়া হল
অষ্টম ৮ম শ্রেণির ১৪ তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর
১৪ তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট এর নির্ধারিত প্রশ্নটি আলোচনা করার পর আমরা এখন নির্ভুল উত্তর প্রদান করতে যাচ্ছি। যে সকল শিক্ষার্থীরা এখন পর্যন্ত এই অ্যাসাইনমেন্টের উত্তর খুঁজে পাননি তারা আমাদের নিচের নির্দেশনাগুলো দেখুন।
অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন উত্তর দিয়ে উন্নত নম্বর পেতে TechnicalMomin.com এসাইনমেন্ট এর উত্তর গুলো ফলো করে নিজের মত করে লিখুন। যতটা সম্ভব হুবহু কপি না করে কিছুটা নিজের ভাষায় লিখলে সম্পূর্ণ নম্বর পাওয়া সম্ভব হলে আমাদের আশা।
এসাইনমেন্ট কাজ করার নির্দেশনা অনুযায়ী আমরা বলতে পারি আপনি ইন্টারনেটে সহায়তা নিতে পারেন। কিন্তু ইন্টারনেট থেকে দেওয়া উত্তরটি হুবহু না লিখে তা কিছুটা নিচের মত করে পরিবর্তন করে লিখুন তাহলে সম্পূর্ণ নম্বর পাবেন। যদি কোন প্রকার পরামর্শ অথবা সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কমেন্ট করুন আমরা তার উত্তর দিব। আরো বিস্তারিত উত্তর দেখতে এখানে ক্লিক করুন।অষ্টম ৮ম শ্রেণির ১৪ তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর সমাধান ২০২১
৮ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর পিডিএফ ডাউনলোড
এখানে বলা প্রয়োজন যে যেসকল শিক্ষার্থীরা শুধুমাত্র পিডিএফ উত্তরটি ডাউনলোড করতে ইচ্ছুক তারা এই অংশে স্বাগতম। আপনারা জানেন যে আমরা আমাদের ওয়েবসাইটে সাধারণ উত্তরের পাশাপাশি পিডিএফ ফাইল ডাউনলোড করার অপশন দিয়ে থাকি। কেননা সকল শিক্ষার্থীরাই সরাসরি উত্তরটি পছন্দ করে না তারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে পরবর্তীতে দেখার জন্য এবং কি পরবর্তীতে ভালোভাবে লিখার জন্য সংরক্ষণ করে। অষ্টম ৮ম শ্রেণির ১৪ তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর সমাধান ২০২১
৮ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর পিডিএফ ডাউনলোড
কোভিড-১৯ পরিস্থিতিতে আমার করণীয় | অষ্টম ৮ম শ্রেণির
ষষ্ঠ ৬ষ্ঠ শ্রেণির ১৪ তম সপ্তাহের এসাইনমেন্ট দেখতে ক্লিক করুন
সপ্তম ৭ম শ্রেণির ১৪ তম সপ্তাহের এসাইনমেন্ট দেখতে ক্লিক করুন
অষ্টম ৮ম শ্রেণির ১৪ তম সপ্তাহের এসাইনমেন্ট দেখতে ক্লিক করুন
নবম ৯ম শ্রেণির ১৪ তম সপ্তাহের এসাইনমেন্ট দেখতে ক্লিক করুন
কোভিড-১৯ পরিস্থিতিতে আমার করণীয় | অষ্টম ৮ম শ্রেণির
তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তাহলে তারাও খুব সহজে অ্যাসাইনমেন্ট লিখতে পারবে ।
https://youtu.be/vq-h5jG5RC4