এসএসসি ২০২১ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
দেশের সাধারণ শিক্ষা বোর্ড সমূহের আওতাধীন সরকারি-বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ২০২১ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহে ৬টি বিষয়ের নির্ধারিত কাজ বা এসাইনমেন্ট দেয়া হয়েছে।
২০২০ সালের দশম শ্রেণীর বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা যারা ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম ফিলাপ করেছে তাদের জন্য নির্বাচনী বিষয়সমূহের দুটি করে অ্যাসাইনমেন্ট রয়েছে।
SSC এসএসসি ২০২১ ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
TechnicalMomin.Com ডটকমের পাঠকদের জন্য এসএসসি ২০২১ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বিভাগভিত্তিক আলাদা করে পিডিএফ আকারে দেয়া হলো। এর মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই অ্যাসাইনমেন্ট গুলো নিতে পারবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভাগভিত্তিক আলাদা এসাইনমেন্ট ডাউনলোড করে তা শিক্ষার্থীদের কাছে খুব সহজে বিতরণ করতে পারবে।
এসএসসি পরীক্ষা ২০২১ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করা হয়েছে । প্রথম তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ওয়েবসাাইট www.dshe.gov.bd এ প্রকাশ করা হয়েছে ।
কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড কর্তৃক প্রেরিত ২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে প্রণয়নকৃত এ্যাসাইনমেন্ট প্রথম ০৩ সপ্তাহের জন্য ০৬টি অ্যাস্যাসাইনমেন্ট কাভার পৃষ্ঠার নমুনাসহ জন্য প্রেরণ করা হলাে। ০৫ আগষ্ট ২০২১ খ্রি. মধ্যে সুবিধাজনক সময়ে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা (সরাসরি/অনলাইনে) প্রদান করবে। এ পর্যায়ে কোভিড-১৯ এর সংক্রমণ রােধে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ অনুসরণপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টসমূহ পৌছানাে ও জমা নেয়ার ব্যবস্থা করবে। পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ের অ্যাসাইনমেন্ট যথা নিয়মে প্রকাশ করা হবে।
SSC এসএসসি ২০২১ ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
এমতাবস্থায়, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে এ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘােষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
অ্যাসাইনমেন্টের বিষয়সমূহ
গ্রুপভিত্তিক নৈর্বাচনিক বিষয়ের উপর প্রতি সপ্তাহে ০২ টি করে ১২ সপ্তাহের জন্য মােট ২৪ টি অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হবে । অর্থ্যাৎ মােট ৩২টি অ্যাসাইনমেন্ট থেকে একজন শিক্ষার্থীকে চতুর্থ বিষয় বাদ দিয়ে প্রতিটি গ্রুপভিত্তিক বিষয়ের ৮টি করে মােট ২৪টি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। ঐচ্ছিক বিষয়ের জন্য কোনাে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে না।
কোন বিষয় কোন সপ্তাহে থাকবে
বিজ্ঞান বিভাগ
এসএসসি পরীক্ষা ২০২১ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
প্রথম সপ্তাহে দেশের সকল শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ প্রদান করা হয়েছে।
২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের বিজ্ঞান বিভাগের অ্যাসাইনমেন্ট সমূহ নিচের ছবিতে ও বিস্তারিত উল্লেখ করা হলো।
এসএসসি ২০২১ এর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য প্রণীত এসএসসি পরীক্ষা ২০২১ পদার্থ বিজ্ঞান ১ম এ্যাসাইনমেন্ট এর বাছাইকরা উত্তর প্রণয়ন করা হয়েছে। তোমরা যারা সরকারি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২১ পরীক্ষার্থী আছো তোমাদের ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট পদার্থ বিজ্ঞান বিষয়ের একটি নির্ধারিত কাজ দেয়া হয়েছিল। যথাযথ মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে তোমাদের জন্য পদার্থ বিজ্ঞান ১ম এ্যাসাইনমেন্ট এর বাছাইকরা নমুনা উত্তর দেওয়া হল।
এসএসসি পরীক্ষা ২০২১ পদার্থ বিজ্ঞান ১ম এ্যাসাইনমেন্ট এর উত্তর
বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের লক্ষ্যে দেশের সকল শিক্ষা বোর্ডের আওতাধীন সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক পরীক্ষার্থীদের এসএসসি ২০২১ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ১৮ জুলাই ২০২১ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অ্যাসাইনমেন্ট গ্রিট সহ এসএসসি পরীক্ষা ২০২১ এর প্রথম তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে।
শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে এসাইনমেন্ট সম্পন্ন করার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট এই অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে হবে এবং শিক্ষক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন অনুসরণ করে এসাইনমেন্ট সমূহ মূল্যায়ন করার পর তার তথ্য সংরক্ষণ করবেন।
সকল শিক্ষা বোর্ডের ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ থেকে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ২০২১ সালের এসএসসি পরীক্ষার প্রথম সপ্তাহের এসাইনমেন্ট পদার্থ বিজ্ঞান বিষয়ের বিস্তারিত নিচের ছবিতে উল্লেখ করা হলো।
স্তরঃ এস.এস.সি পরীক্ষা ২০২১
বিভাগঃ বিজ্ঞান
বিষয়ঃ পদার্থ বিজ্ঞান
বিষয় কোডঃ ১৩৬
মোট নম্বরঃ ১০
অ্যাসাইনমেন্ট নম্বর-০১
অধ্যায় ও শিরােনামঃ প্রথম: ভৌত রাশি এবং পরিমাপ
অ্যাসাইনমেন্টঃ
একটা প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তােমার মােটা আর্ট পেপারের প্রয়ােজন। আবার কোভিড মহামারির কারণে তােমার পরিচিত স্টেশনারির দোকানটিও খুলছেনা।
যে দোকানটি খােলা আছে তার দোকানি অসাধু বলে লােকালয়ে দুর্নাম আছে। কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকেই তােমাকে এখন কাগজ কিনতে হবে।
দোকানি তােমাকে যে কাগজ দিয়েছে তার মান ১৬০ গ্রাম/মি বলে দাবী করছে। মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ ৬৫ সেমি x ৭৫ সেমি। তুমি স্থির করলে যে দোকানির কথাটা যাচাই করে দেখবে।
বাসায় তােমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে ২ সেমি এর ছােটো কোনাে কিছুর পরিমাপ করা যায়না। আর তােমার বাসায় রান্নার মালমশলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে ২০ গ্রামের নীচে কোনাে ভর রেকর্ড হয় না ।
তার। মানে ৮ গ্রামের কোনাে বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তােমাকে ৫টি বস্তু নিতে হবে। যাতে তাদের সম্মিলিত ভর ৪০ গ্রাম হয় যা ২০ গ্রামের গুণিতক। তােমার অন্য কোনাে যন্ত্র ব্যবহারের সুযােগ নেই।
(ক) কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত?
(খ) কিলােগ্রামে মাপলে এই মানের একক কী দাঁড়াবে?
(গ) এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তােমাকে কমপক্ষে কতগুলাে কাগজ কিনতে হবে? তােমার হিসেবের স্বপক্ষে যুক্তি দেখাও।
(ঘ) কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে (১২০°.৫) গ্রাম/মি তার অর্থ হচ্ছে মানটি আসলে ১১৯.৫ হতে ১২০.৫ এককের এর মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত কটির মান ৫ একক তােমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল?
শিখনফল/ বিষয়বস্তুঃ সরল যন্ত্রপাতি ব্যবহার করে সুষম আকৃতির বন্তর ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে পারব।
নির্দেশনা (সংকেত/ ধাপ/পরিধি): পাঠ্য বইয়ের ১৮ থেকে ২৭ পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ;
এসএসসি পরীক্ষা ২০২১ পদার্থ বিজ্ঞান ১ম এ্যাসাইনমেন্ট এর উত্তর
ক নং প্রশ্নের উত্তর
এখানে,
কাগজের মান ১৬০ গ্রাম/মিটার২
গ্রাম(g), ভরের মাত্রা = M
মিটার(m), দৈর্ঘ্যের মাত্রা =L
সুতরাং, মাত্রা = M/L2
=ML-2
খ নং প্রশ্নের উত্তর
দেওয়া আছে,
কাগজের মান গ্রাম এককে = 160 gm/m2
1 kg = 1000 gm
সুতরাং, 1 gm =1/1000 kg
সুতরাং, কিলোগ্রাম এককে হবে = 160 gm/m2
= 160 x (1/1000) kg/m2
=160 x 10-3 kg/m2
= 0.16 kg/m2
গ নং প্রশ্নের উত্তর
দেওয়া আছে
প্রতি খাতার সাইজ = ৬৫ সে.মি. x ৭৫ সে.মি.
সুতরাং, প্রতি খাতার ক্ষেত্রফল = (৬৫ x ৭৫) বর্গ সেন্টিমিটার
= ৪৮৭৫ বর্গ সে.মি.
=(৪৮৭৫/১০০০০) বর্গ মি. [১ বর্গ মি. = ১০০০০ বর্গ সে.মি.]
= ০.৪৮৭৫ মি.২
এখানে,
কাগজের মান = ১৬০ গ্রাম/মি.২
অর্থাৎ, ১ বর্গমিটার কাগজের ভর ১৬০ গ্রাম
সুতরাং, ০.৪৮৭৫ বর্গমিটার কাগজের ভর = (১৬০ x ০.৪৮৭৫) গ্রাম
=৭৮ গ্রাম
একটি কাগজের ভর ৭৮ গ্রাম। যেহেতু নিক্তিটি ২০ গ্রাম ভরের গুণিতক হিসেবে পরিমাপ করে, তাই ২০ এর গুণিতক আকারে ভর হিসাবের জন্য (৭৮ x ১০) গ্রাম বা ৭৮০ গ্রাম অর্থাৎ ১০ টি কাগজ কিনতে হবে। কারণ ৭৮০ গ্রাম; যা ২০ এর গুণিতক।
সুতরাং সর্বনিম্ন ১০ টি কাগজ একসাথে কিনতে হবে।
ঘ নং প্রশ্নের উত্তর
৮ গ্রাম কোন বস্তু মাপের জন্য আমি পাঁচটি বক্স নিলাম। যাদের সম্মিলিত ভর ৪০ গ্রাম।
ধরি,
এসএসসি পরীক্ষা ২০২১ জীব বিজ্ঞান ১ম এ্যাসাইনমেন্ট
স্তরঃ এস.এস.সি পরীক্ষা ২০২১
বিভাগঃ বিজ্ঞান
বিষয়ঃ জীব বিজ্ঞান
বিষয় কোডঃ ১৩৮
মোট নম্বরঃ ১০
অ্যাসাইনমেন্ট নম্বর-০১
অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ দ্বিতীয় অধ্যায়: জীবকোষ ও টিস্যু
অ্যাসাইনমেন্টঃ খালি চোখে লক্ষ্যণীয় উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এবং টিস্যুর শ্রমবন্টন নির্ণয়।
শিখনফল ও বিষয়বস্তুঃ
১. উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণুর কাজ ব্যাখ্যা করতে পারব।
২. জীবদেহে কোষের উপযােগিতা মূল্যায়ন করতে পারব।
৩. উদ্ভিদ টিস্যু ব্যাখ্যা করতে পারব।
৪. একই রকম কোষ সমষ্টির ও একই কাজ সম্পন্ন করার ভিত্তিতে টিস্যুর কাজ মূল্যায়ন করতে পারব।
নির্দেশনা (সংকেত/ধাপ পরিধি):
ধাপ – ১ পাঠ্যপুস্তকের ২০-২১ পৃষ্ঠা, ২৩-২৪ পৃষ্ঠা এবং ২৮-৩৩ পৃষ্ঠা দ্রষ্টব্য।
ধাপ – ২ খাতায় নিচের মতাে দুটি ছক করতে হবে:
ধাপ-৩: পর্যবেক্ষণের ছকটি আগে পূরণ করতে হবে। হাত, ছুরি, বটি ইত্যাদি ব্যবহার করে উল্লিখিত ফল ও সজির খােসা ছাড়িয়ে অথবা কেটে খাওয়ার সময় প্রতিটি অংশের দৃঢ়তা লক্ষ্য করে সেই অনুসারে সেসব ঘরে টিক চিহ্ন দিতে হবে।
আর যেসব ঘরে কোনাে বৈশিষ্ট্য প্রযােজ্য নয় সেগুলােতে ক্রস চিহ্ন দিতে হবে। তবে রং-এর ঘরে রঙের নাম লিখতে হবে।
ধাপ-৪: পর্যবেক্ষণের ছকে যা কিছু উল্লেখ করা হয়েছে, কারণ নির্ণয়ের ছকে সেগুলোর সমতুল্য ঘরগুলােতে সেই বৈশিষ্ট্যগুলাের কারণ লিখতে হবে।
রঙের বিভিন্নতার কারণগুলাে প্রতিটি ঘরে একটি করে মােট সাতটি হবে। দৃঢ়তার বিভিন্ন মাত্রার ক্ষেত্রে পর্যবেক্ষণের ছকে প্রতি সারিতে শুধু যে ঘরে টিক চিহ্ন দেওয়া হয়েছিল, সেই ঘরের সাপেক্ষে কারণ উল্লেখ করতে হবে।
ক্রস-চিহ্নিত ঘরসমূহের কারণ উল্লেখ করার প্রয়োজন নেই। তাই দৃঢ়তার মাত্রার বিভিন্নতার কারণও মােট সাতটি হবে। কারণ নির্ণয়ের ছকে বাকি ঘরগুলাে ফাঁকা থাকবে।
সাবধানতা: ধারালাে যন্ত্র ব্যবহারের সময় যেন হাত না কেটে যায়, সে ব্যাপারে সাবধান থাকতে হবে। অবশ্যই পরিবারের বয়ােজ্যেষ্ঠ কারাে। তত্ত্বাবধানে কাজটি করতে হবে।
ব্যবসায় শিক্ষা বিভাগ
এসএসসি পরীক্ষা ২০২১ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক সকল সাধারণ শিক্ষা বোর্ডের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহে ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের একটি করে নির্ধারিত কাজ দেয়া হয়েছে।
এসএসসি পরীক্ষার জন্য নির্ধারণ করা ১৪ সপ্তাহের এসাইনমেন্ট এ ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যবসা উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট সমূহ এখানে দেয়া হলো।
পরীক্ষার্থীরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট গুলো সংগ্রহ করার পর সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট যথানিয়মে জমা দিতে হবে।
এসএসসি পরীক্ষা ২০২১ ব্যবসায় উদ্যোগ ১ম এ্যাসাইনমেন্ট
ব্যবসায় শিক্ষা শাখার এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টে ব্যবসায় উদ্যোগ পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি থেকে ২০ নম্বরের একটি অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে।
ব্যবসায় শিক্ষা শাখার এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টে ব্যবসায় উদ্যোগ পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি থেকে ২০ নম্বরের একটি অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে।
নিচের ছবিতে এসএসসি পরীক্ষা ২০২১ এর ব্যবসা উদ্যোগ বিশ্বের প্রথম অ্যাসাইনমেন্ট বিস্তারিত উল্লেখ করা হলো।
SSC এসএসসি ২০২১ ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
স্তরঃ এস.এস.সি পরীক্ষা ২০২১
বিভাগঃ ব্যবসায় শিক্ষা
বিষয়ঃ ব্যবসায় উদ্যোগ
বিষয় কোডঃ ১৪৩
মোট নম্বরঃ ২০
অ্যাসাইনমেন্ট নম্বর-০১
অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: ব্যবসায় পরিচিতি
অ্যাসাইনমেন্টঃ বাংলাদেশে ব্যবসায় সম্প্রসারণে ব্যবসায় পরিবেশের প্রভাব বিশ্লেষণ।
শিখনফল/বিষয়বস্তুঃ
১. ব্যবসায়ের ধারণী ব্যাখ্যা করতে পারবাে, ২. ব্যবসায়ের প্রকারভেদ বর্ণনা করতে পারবাে, ৩. ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানগুলাে চিহ্নিত করতে পারবাে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. প্রয়ােজনে এবং সম্ভব হলে শিক্ষক/ সহপাঠী/পরিচিত ব্যবসায়ী /পরিজনের (মােবাইল ইন্টারনেটের সাহায্যে) ব্যবসায় পরিবেশ সংক্রান্ত অভিজ্ঞতা জেনে নেয়া যেতে পারে।
২. ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে হবে।
৩. ব্যবসায়ের প্রকারভেদ ছকে প্রদর্শন করে ব্যাখ্যা করতে হবে।
৪. ব্যবসায় পরিবেশ এর ধারণা ব্যাখ্যা করতে হবে।
৫. বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ এর উপাদানগুলি ব্যাখ্যা করতে হবে।
এসএসসি পরীক্ষা ২০২১ ফিন্যান্স ও ব্যাংকিং ১ম এ্যাসাইনমেন্ট
সকল শিক্ষা বোর্ডের ব্যবসায় শিক্ষা শাখার এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারণ করা প্রথম সপ্তাহের ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট নিচে দেয়া হল।
ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ফিন্যান্স ব্যাংকিং প্রথম অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে তাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় থেকে। নিচের ছবিতে বিস্তারিত উল্লেখ করা হলো।
SSC এসএসসি ২০২১ ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
স্তরঃ এস.এস.সি পরীক্ষা ২০২১
বিভাগঃ ব্যবসায় শিক্ষা
বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং
বিষয় কোডঃ ১৫২
মোট নম্বরঃ ২০
অ্যাসাইনমেন্ট নম্বর-০১
অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন;
অ্যাসাইনমেন্টঃ আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান সহায়ক – বিষয়টির যৌক্তিকতা নিরূপণ।
শিখনফল/বিষয়বস্তুঃ ১. অর্থায়নের সংজ্ঞা বর্ণনা করতে পারবে। ২. অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। ৩. আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি বর্ণনা করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
অ্যাসাইনমেন্ট প্রণয়নে নিম্নোক্ত বিষয়গুলাে ২৫০ শব্দের মধ্যে ধারাবাহিকভাবে বর্ণনাপূর্বক সম্পন্ন করতে হবে:
অর্থায়নের ধারণা কারবারি অর্থায়নের গুরুত্ব আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি: (১) আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত (২) ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়ােগ সিদ্ধান্ত, (৩) অন্যান্য সিদ্ধান্ত;
মানবিক বিভাগ
এসএসসি পরীক্ষা ২০২১ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিষয় থেকে একটি করে নির্ধারিত কাজ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা নির্ধারিত স্বাস্থ্য বিধি অনুসরণ করে মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ২০২১ সালের অ্যাসাইনমেন্ট এর প্রথম সপ্তাহের নির্ধারিত বিষয়সমূহ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে অথবা অনলাইন থেকে সংগ্রহ করে যথা নিয়মে সম্পন্ন করার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিতে হবে।
এখানে ২০২১ এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টে মানবিক বিভাগের বিষয় সমূহের অ্যাসাইনমেন্ট দেয়া হলো।
এসএসসি পরীক্ষা ২০২১ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম এ্যাসাইনমেন্ট
দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ডের ২০২১ সালের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যবই থেকে মোট ১৬ নম্বর এর একটি অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের ১ নং অ্যাসাইনমেন্ট নেয়া হয়েছে পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি থেকে।
নিচের ছবিতে মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রথম অ্যাসাইনমেন্ট বিস্তারিত উল্লেখ করা হলো।
SSC এসএসসি ২০২১ ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
স্তরঃ এস.এস.সি পরীক্ষা ২০২১
বিভাগঃ মানবিক
বিষয়ঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
বিষয় কোডঃ ১৫৩
মোট নম্বরঃ ১৬
অ্যাসাইনমেন্ট নম্বর-০১
প্রথম অধ্যায়: ইতিহাস পরিচিতি
অ্যাসাইনমেন্টঃ “মানব জীবনে ইতিহাস” শীর্ষক প্রবন্ধ (৩০০ শব্দের মধ্যে)
শিখনফল/ বিষয়বস্তুঃ ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, স্বরূপ ও পরিসর ব্যাখ্যা করতে পারবে; ইতিহাসের উপাদান ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে; ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহী হবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি): ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা ইতিহাস রচনার উপকরণ (লিখিত ও অলিখিত), প্রকারভেদ ব্যাখ্যা ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা; মানবজীবনে ইতিহাস চর্চার প্রয়ােজনীয়তা বিশ্লেষণ;
এসএসসি পরীক্ষা ২০২১ অর্থনীতি ১ম এ্যাসাইনমেন্ট
মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহে অর্থনীতি পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় থেকে ১৬ নম্বরের একটি অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে। মানব বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অ্যাসাইনমেন্ট এর সাথে এই এসাইনমেন্টের সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের নিকট জমা দিতে হবে।
তবে যে সকল শিক্ষার্থীরা পৌরনীতি ও নাগরিকতা নির্বাচন করেছে তারা এই সপ্তাহে শুধুমাত্র বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এসাইনমেন্ট জমা দিলেই চলবে।
নিচের ছবিতে মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের অর্থনৈতিক বিষয়ের অ্যাসাইনমেন্ট বিস্তারিত উল্লেখ করা হলো।
SSC এসএসসি ২০২১ ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
স্তরঃ এস.এস.সি পরীক্ষা ২০২১
বিভাগঃ মানবিক
বিষয়ঃ অর্থনীতি
বিষয় কোডঃ ১৫৩
মোট নম্বরঃ ১৬
অ্যাসাইনমেন্ট নম্বর-০১
অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: অর্থনীতি পরিচয়
অ্যাসাইনমেন্টঃ ‘বাংলাদেশের অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ। সম্মিলিতভাবে কাজ করে’—উক্তিটিতে। নির্দেশিত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখপূর্বক বিভিন্ন অর্থ ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন
শিখনফল ও বিষয়বস্তুঃ • বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার পরিচয় বর্ণনা করতে পারবে। • বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ ও পরিধি):
বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ধারণী মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য;
বিভিন্ন অর্থব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন কোন অর্থনৈতিক ব্যবস্থাটি ভালাে তার স্বপক্ষে যুক্তি;
এসএসসি প্রথম সপ্তাহের অর্থনীতি এসাইনমেন্ট
“বাংলাদেশের অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কাজ করে।”
ভূমিকাঃ
যে অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। বাংলাদেশের অর্থব্যবস্থা একটি মিশ্র অর্থ ব্যাবস্থা। কেননা বাংলাদেশের অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানার পাশাপাশি সরকারি ও ব্যবসরকারি উদ্যোগকে বিভিন্ন সামাজিক কার্যক্রম হয়ে থাকে। অর্থাৎ এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। কাজেই আমরা বলতে পারি, বাংলাদেশ অর্থব্যবস্থা একটি মিশ্র অর্থ ব্যাবস্থা। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। যথা-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ভারত ইত্যাদি। বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ধারণাঃ
ক) ধনতান্ত্রিক অর্থব্যবস্থা (capitalistic Economy):
এই ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলাে ব্যক্তিমালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এ ধরনের অর্থব্যবস্থাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরােপে ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে।
খ) সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশমূলক অর্থনীতি (Socialistic or Command Economy):
সমাজতানত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের উপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। অধিকাংশ শিল্প-কারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার বা সমাজ এবং সেগুলাে সরকারি বা সামাজিক নির্দেশে পরিচালিिত হয়ে থাকে। কোন কোন দ্রবয, কী পরিমাণে, কীভাবে এবং কার জন্য উৎপাদিত হবে তা সরকার বা রাষ্ট্র নির্ধারণ করে।
গ) মিশ্র অর্থব্যবস্থা:
যে অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। অর্থাৎ এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। যথা-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, বাংলাদেশ ও ডারত ইত্যাদি।
ঘ) ইসলামী অর্থব্যবস্থা:
ইসলামের মৌলিক নিয়ম-কানুনের উপর বিশ্বাসকে ভিত্তি করে গড়ে ওঠা অর্থব্যবস্থাকে ইসলামি অর্থব্যবস্থা বলা হয়।
মিশ্র অর্থ ব্যবস্থা এর বৈশিষ্ট্যঃ
ক) সম্পদের ব্যক্তিগত, সমবায় ও সরকারি মালিকানাঃ
মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তি তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অবাধে ভােগ করতে পারে ও ক্রয়-বিক্রয় করতে পারে। পাশাপাশি গণদ্রব্য (মহাসড়ক) ও সেবা (স্বাস্থ্যসেবা) উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ প্রধানত সরকার পরিচালনা করে।
খ) ব্যক্তিগত উদ্যোগঃ
বাটন ও ভােগসহ অধিকাংশ অর্থনৈতিক মিশ্র অর্থনীতিতে ব্যবসা-বাণিজ্য, কার্যাবলি ব্যক্তিগত উদ্যোগে সংগঠিত ও পরিচালিত হয়।
গ) সরকারি উদ্যোগঃ
মিশ্র অর্থনীতিতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়। দেশের যৌলিক ও ডারী শিল্প, জাতীয় নিরাপত্তা ও জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ সরকার পরিচালনা করে থাকে।
ঘ) মুনাফা অর্জনঃ
মিশ্র অর্থনীতিতে বেসরকারি খাতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা মুনাফা অর্জন করা সह্তব হয়। তবে তা অতিরিক্ত একচেটিয়া মুনাফা নয়।
ও) আয় বৈষম্যঃ
মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় আয় বৈষম্য প্রকট আকার ধারণ করে।
চ) ভােক্তার স্বাধীনতাঃ
এ ব্যবস্থায় ভােক্তা সাধারণ দ্রব্য ক্রয়-বিক্রয় ও ভােগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভােগ করে। তব সরকার প্রয়ােজন মনে করলে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং প্রয়ােজন অনুসারে কোনাে দ্রব্যের উৎপাদন নিয়ন্ত্রণ করতে পারে। যেমন- ধূমপান, মাদকদ্রব্য উৎপাদন ও ভােগ ইত্যাদি।
ছ) যৌথ বিনিয়ােগঃ
মিশ্র অর্থব্যবস্থায় কোন সম্পদ উৎপাদনের ক্ষেত্রে যৌথভাবে বিনিয়ােগ করা সম্ভব হয়। বেসরকারি (এনজিও) এবং সরকারি উদ্যোগ পাশাপাশি বিরাজ করায় যৌথভাবে বিনিয়ােগ করা সম্ভব হয়। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও
তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তাহলে তারাও খুব সহজে অর্থনীতি অ্যাসাইনমেন্ট লিখতে পারবে ।
অসুবিধাসমূহঃ
ক) ভােক্তার স্বাধীনতার ক্ষেত্রেঃ
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রত্যেক ভােক্তা তার নিজস্ব পছন্দ, ইচ্ছা ওরুচি অনুযায়ী অবাধে দ্রব্য ক্রয় ও ভােগ করতে পারে। অর্থাৎ পূর্ণ স্বাধীনতা বিরাজ করে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ ক্ষেত্রে ভােক্তারা সরকার ও কেন্দ্রীয় পরিকল্পনা নির্ধারিত উৎপাদিত দ্রব্যাদি ভােগ করে থাকে। কোনাে ডােক্তা ইচ্ছাকৃত অর্থ ব্যয় করে বাজারকে প্রভাবিত করে কোনাে কিছু উৎপাদন ও ভাগ করতে পারে না। আবারমিশ্র অর্থব্যবস্থা ডােত্তা সাধারণত দ্রব্য ক্রয়-বিক্রয় ও ভােগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভােগ করে। তবে সরকার প্রয়ােজন মনে করলে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং প্রয়ােজন অনুসারে কোনাে দ্রব্যের উৎপাদন নিয়ন্ত্রণ করতে পারে।
খ) সম্পদের মালিকানা ক্ষেত্রে
সম্পদ বা উৎপাদনের উপকরণগুলাে ব্কতিমালিকানায় থাকে। ভোগ করে খাকে। সমাজতানত্রিক অর্থনীতিতে অধিকাংশ সম্পদ (জমি, কলকারখানা, খুনি ইত্যাদি) ও উৎপাদনের উপামানগুলাের মালিক হলাে সরকার, সমবায় প্রতিষ্ঠান, যৌথ সামাজিক দল ইত্যামি। আবার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ব্যত্তি তার স্থাবর ও অশ্বাবর সম্পতি অবাধে ভােগ করতে পারে ও ক্রয়-বিক্রয় করতে পারে। পাশাপাশি গণদ্রব্য (মহাসড়ক) ও সেবা (স্বাস্থ্যসেবা) উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ প্রধানত সরকার পরিচালনা করে।
গ) প্রতিযােগিতার ক্ষেত্রে।
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অবাধ অভাব রয়েছে। কারণ, অধিকাংশ ক্ষেত্রে সরকারি উদ্যোগে উৎপাদন পরিচালিত হওয়ায় সেখানে বহুসংখ্যক বেসরকারি উদ্যোক্তার অবাধ প্রতিযােগিতা থাকে। কিন্তু ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্য ও সেবা উৎপাদনে প্রথমে অনেক ফার্ম অবাধে প্রতিযােগিতা করে। ফলে তখন দ্রব্যের দাম কম থাকে এবং নতুন নতুন আবিষ্কার সম্ভব হয়।
ঘ) মুনাফা অর্জনের ক্ষেত্রেঃ
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদক সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য উৎপাদন করে। মিশ্র কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে মুনাফা অর্জন করা সম্ভব হয় তবে তা অতিরিক্ত একচেটিয়া মুনাফা নয়। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন করা হয় সকল জনগণের মঙ্গলের কথা চিন্তা করে। যে অর্থনৈতিক ব্যবস্থা টি ভালাে তার স্বপক্ষে যুক্তি উপস্থাপন করা হলােঃ
মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সর্বাপেক্ষা উৎকৃষ্ট অর্থ ব্যবস্থা। কারণ, এ অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগের মাধ্যমে সম্মিলিতভাবে উৎপাদন কার্যক্রম সম্পন্ন করা হয়। বিশ্বে কোথাও বিশুদ্ধ ধনতন্ত্র বা বিশুদ্ধ সমাজন্ত্র নেই। তাই অনেকে মিশ্র অর্থব্যবস্থাকে একটি উন্নত অর্থব্যবস্থা বলে মনে করেন। বিশ্বের অধিকাংশ দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে।
উপসংহারঃ
মিশ্র অর্থনীতি মুলত ধনতান্ত্রিক অর্থনীতি ও সমাজতান্ত্রিক অর্থনীতির সংমিশ্রণ। এ অর্থনীতিতে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক উভয় অর্থনীতির কিছু কিন্ছু বৈশিষ্ট্য রয়েছে। ধনতান্ত্রিক অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থনীতি যে অর্থনীতির কথাই বলি না কেন কোনাে অর্থনীতিই ক্রুটিমুক্ত নয়। তাই অনেক দেশই অর্থনৈতিক সমস্যা সমাধানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রহণ করে থাকে। মিশ্র অর্থনীতিতে বেসরকারি খাতের ওপর কতগুলাে কাজ ছেড়ে দেওয়া হয়। আবার অনেক খাতের ওপর সরকারি নিয়ন্ত্রণ বজায় রাখা হয়। যেহেতু বাংলাদেশের অর্থব্যবস্থায় মিশ্র অর্থ ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হচ্ছে সুতরাং বলা যায় বাংলাদেশে মিশ্র অর্থনীতি বিরাজমান অর্থাৎ বাংলাদেশের অর্থব্যবস্থায় ব্যত্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কাজ করে।
এসএসসি প্রথম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১
১ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান
অর্থনীতি
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
ফিন্যান্স ও ব্যাংকিং
ব্যবসায় উদ্যোগ
Finance and Banking 1st Week Assignment Answer
Biology 1st Week Assignment Answer
Business Entrepreneurship 1st Week Assignment Answer
https://youtu.be/ZRNyFO6VjgE
https://youtu.be/q4EHzKFTJJw
৯ম শ্রেণীর ৯ম সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট উত্তর
এস এস সি ( SSC ) দ্বিতীয় সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্ট উত্তর
এইচ এস সি (HSC ) দ্বিতীয় সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর
ইংরেজি এসাইনমেন্ট উত্তর
পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
অর্থনীতি এসাইনমেন্ট উত্তর
পৌরনীতি ও সুশাসন এসাইনমেন্ট উত্তর
যুক্তিবিদ্যা এসাইনমেন্ট উত্তর
তাছাড়া আমাদের ওয়েবসাইটে ( Class 6 ) ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট , ( Class 7 ) সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ( Class 8 ) অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট , (Class 9) নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, (SSC ) দশম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ( HSC ) একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট উত্তর দেওয়া হয়ে থাকে আপনারা চাইলে দেখতে পারেন ।