এইচএসসি রসায়ন ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
এইচএসসি 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বিষয় রসায়ন ১ম সপ্তাহের প্রশ্ন প্রকাশিত হয়েছে। যা বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অন্যান্য বিষয়ের অ্যাসাইনমেন্ট এর সাথে এক বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছে। এইচ এস সি ব্যাচ 2021 সালের পরীক্ষার্থীদের জন্য প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী রসায়ন ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন নির্ধারণ করা হয়েছে। এইচএসসি ব্যাচ 2021 রসায়ন ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর
আমরা বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এইচএসসি 2021 সালের রসায়ন অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন সংগ্রহ করে এর সঠিক এবং পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করেছি। আপনি যদি এইচএসসি 2021 সালের পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থী হন এবং এইচএসসি ১ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট নির্ভুল এবং পূর্ণাঙ্গ সমাধান চান। তাহলে এই পোষ্ট টি আপনার জন্য।
এইচএসসি রসায়ন ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
যেহেতু করোনা মহামারীর কারণে এইচএসসি 2021 শিক্ষার্থীদের সকল বিষয়ের পরীক্ষা সরাসরি কেন্দ্রীয় ভাবে নেওয়া সম্ভব হচ্ছে না। তাই বাংলাদেশ শিক্ষা বোর্ড এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীদের শুধুমাত্র গ্রুপ বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।তাই বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড অ্যাসাইনমেন্ট এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বোর্ড পরীক্ষার নম্বর মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। এইচএসসি ব্যাচ 2021 রসায়ন ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর
সুতরাং প্রত্যেক ছাত্র-ছাত্রীদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে নিজ নিজ কলেজে জমা প্রদান করা বাধ্যতামূলক। এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীদের রসায়ন ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর পেতে পুরো পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
এইচএসসি ব্যাচ 2021 বিজ্ঞান বিভাগ All-Subjects অ্যাসাইনমেন্ট উত্তর
আপনি কি এইচএসসি পরীক্ষার্থীদের 2021 সালের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী? এবং একসাথে এইচএসসি বিজ্ঞান বিভাগের জন্য প্রকাশিত সকল বিষয়ের একসাথে উত্তর চাচ্ছেন। তাহলে আপনি আমাদের ওয়েবসাইট থেকে সবার আগে সর্ব১ম এইচএসসি 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সকল বিষয়ের একসাথে পূর্ণাঙ্গ উত্তর পেয়ে যাবেন। কেননা একমাত্র আমরা আমাদের ওয়েবসাইট technicalmomin.com এর মাধ্যমে সবার আগে সর্ব১ম ধারাবাহিকভাবে বিজ্ঞান বিভাগের সকল সপ্তাহের সকল বিষয়ে সঠিক এবং পূর্ণাঙ্গ উত্তর প্রদান করে থাকি।
এইচএসসি রসায়ন অ্যাসাইনমেন্ট রসায়ন
যেহেতু বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একসাথে দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন প্রকাশ করেছে। তাই এই সপ্তাহে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান বিষয়ের উপর দুটি জীববিজ্ঞান একটি উচ্চতর গণিত একটি এবং রসায়ন বিজ্ঞানের উপর একটি অ্যাসাইনমেন্ট এর উত্তর প্রদান করতে হবে। যাদের জীববিজ্ঞান মূল বিষয় তাদের জীববিজ্ঞানের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। এবং যাদের উচ্চতর গণিত মূল বিষয় তাদের উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে নিজ নিজ কলেজে জমা প্রদান করতে হবে। এইস এস সি ব্যাচ 2021 এর বিজ্ঞান বিভাগের সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এইচএসসি ব্যাচ 2021 রসায়ন ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর
২০২১ সালের এইচএসসি পরীক্ষার রসায়ন ১ম অ্যাসাইনমেন্ট (HSC 2021 Chemistry 1st Assignment)
এইচএসসি 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের রসায়ন ১ম সপ্তাহের জন্য তাদের পুনঃনির্ধারিত সিলেবাস অনুযায়ী দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে প্রশ্ন করা হয়েছে। যেহেতু অনেক ছাত্র ছাত্রীর পক্ষে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একসাথে সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন থেকে নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন সংগ্রহ করতে সমস্যার সম্মুখীন হন। তাদের কথা বিবেচনা করে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত প্রতিটি বিষয় ভিত্তিক আলাদা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন প্রকাশ করে থাকি।
এইচএসসি ২০২১ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
ফলে আপনারা খুব সহজেই আমাদের ওয়েবসাইট থেকে প্রতিটি বিষয় ভিত্তিক আলাদা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন পেয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ আমরা রসায়ন ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন প্রকাশ করেছি। আমরা ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ের ব্যাখ্যা সহ প্রশ্ন প্রকাশ করে থাকি। ফলে ছাত্রছাত্রীদের প্রশ্নের ব্যাখ্যা বসে নিজে নিজেই উত্তর তৈরি করতে অথবা খুব সহজেই উত্তর খুঁজে পেতে সক্ষম হন। এইচএসসি এবার 2021 রসায়ন ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন নিচে দেওয়া হল।
এইচ এস সি 2021 সালের রসায়ন ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর
এইচএসসি পরীক্ষার্থীদের রসায়ন বিষয়ের প্রথম এসাইনমেন্ট নেয়া হয়েছে পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে। রসায়ন প্রথম পত্র প্রথম এসাইনমেন্টের সম্পন্ন করতে গিয়ে শিক্ষার্থীরা যে সকল বিষয়ে দক্ষতা অর্জন করবে তাহলো-
পরমাণুর রাদারফোর্ড ও বোর মডেলে তুলনা, কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন স্তর এবং ইলেকট্রন ধারণক্ষমতা ব্যাখ্যা, কোয়ান্টাম উপস্তরের শক্তি এবং আকৃতির বর্ণনা, আউফবাউ, হুন্ড ও পাউলির বর্জন নীতি প্রয়োগ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবে। এইচএসসি ব্যাচ 2021 রসায়ন ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর
নিচের ছবিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রসায়ন বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন, সমাধান নির্দেশনা ও মূল্যায়ন নিয়ম সমূহ বিস্তারিত উল্লেখ করা হলো।
এইচ এস সি ব্যাচ 2021 রসায়ন ১ম সপ্তাহ এসাইনমেন্ট প্রশ্ন
তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তাহলে তারাও খুব সহজে অ্যাসাইনমেন্ট লিখতে পারবে ।
স্তর: এইচএসসি পরীক্ষা ২০২১
বিভাগ: বিজ্ঞান
বিষয়ঃ রসায়ন
পত্র: প্রথম
বিষয় কোড-১৭৬
অ্যাসাইনমেন্ট নং-১
দ্বিতীয় অধ্যায়ঃ গুণগত রসায়ন।
অ্যাসাইনমেন্টঃ পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস।
নির্দেশনা (সংকেত/ ধাপ পরিধি):
ক) পরমাণু মডেল বর্ণনা করা;
খ) কোয়ান্টাম সংখ্যাসমূহ বর্ণনা করা;
গ) কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা;
ঘ) পরমাণুর উপশক্তিস্তরে – ইলেকট্রন বিন্যাসের নীতি ব্যাখ্যা করা;
শিখনফল বিষয়বস্তুঃ
পরমাণুর রাদারফোর্ড ও বোর মডেলের তুলনা করতে পারবে।
কোয়ান্টাম সংখ্যা বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণক্ষমতা ব্যাখ্যা করতে পারবে।
কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতির বর্ণনা করতে পারবে।
আউফবাউ হুন্ড ও পাউলির বর্জন নীতি প্রয়োগ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবে।
এইচএসসি 2021 সালের রসায়ন প্রথম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর
ক) বোর পরমাণু মডেলের ব্যাখা নিম্নরূপঃ
নিউক্লিয়াসের চারপাশে কতগুলাে অনুমােদিত স্থির কক্ষপথ রযেছে। ইলেকট্রনসমূহ এই স্থির কক্ষপথেই নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে। প্রতিটি কক্ষপথ গুলাে নির্দিষ্ট শক্তির হয়ে থাকে। ইলেকট্রন যতক্ষণ একটি স্থির কক্ষপথে অবস্থান করে, ততক্ষণ পর্যন্ত কোন শক্তি শােষণ বা বিকিরণ করবে না।
প্রতিটি নির্দিষ্ট শক্তির স্থির কক্ষপথে আবর্তনরত ইলেকট্রন গুলির কৌণিক ভরবেগ h/2π এর অখন্ড গুণিতক।
পরমাণুতে একটি ইলেকট্রন এক শক্তিস্তর হতে অন্য শক্তিস্তরে যদি স্থানান্তরিত হয় তবে শক্তির শােষণ বা বিকিরণ হ্য। এখন পরমাণুকে যদি আমরা বাহির থেকে শক্তি সরবরাহ করি, তবে নিম্ন শক্তিস্তরের ইলেকট্রনগুলি শক্তি। শােষণ করে উচ্চ শক্তিস্তরে স্থানান্তরিত হ্য। অর্থাৎ শক্তির শােষণ ঘটে। আবার, পরমাণুতে শক্তির সরবরাহ বন্ধ কুরলে ইলেকট্রন যে শক্তি শােষণ করে উচ্চ শক্তিস্তরে স্থানান্তরিত হযেছিল, ঠিক ঐ একই পরিমাণ শক্তি বিকিরণ করে নিম্ন শক্তিস্তরে স্থানান্তরিত হয়।
খ)বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাঃ
১. বােরের পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন (H) বা আয়নসমূহ (He+, Li2+, Be3+ ইত্যাদি ) ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা করা গেলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমানুর বর্ণালীর ব্যাখ্যা করতে পারে না।
২. ভারী পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণয়মান ইলেকট্রনগুলাের কক্ষপথ উপবৃত্তাকার হওয়া স্বাভাবিক। কিন্তু এবারের পরমাণু মডেলে এই কক্ষপথ গুলােকে বৃত্তাকার ধরা হয়েছে।
৩, উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে ইলেকট্রন ধাপান্তরের সময় বাের পরমাণু মডেল অনুসারে বর্ণালীতে একটি রেখা। সৃষ্টি হওয়ার কথা। কিন্তু উচ্চক্ষমতাসম্পন্ন বর্ণালী মাপক যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করলে দেখা যায়, একটি বর্ণালী রেখার পরিবর্তে একাধিক সূক্ষ বর্ণালী রেখা পাওয়া যায়। বাের মডেল এই সূক্ষম বর্ণালী রেখার উৎপত্তির কারণ ব্যাখ্যা করতে পারেনি।
৪. পরমাণুতে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলাে একাধিক সূক্ষ রেখায় বিভক্ত হয়ে পড়ে একে জীম্যান প্রভাব বলে। আবার, পরমাণুতে তড়িৎক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলাে একাধিক সূক্ষ রেখায় বিভক্ত হয়ে পড়ে একে স্টার্ক প্রভাব বলে। এ মডেল জীম্যান প্রভাব ও স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে না।
৫ বােরের পরমাণু মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির পরিপন্থী। হাইজেনবার্গের নীতি অনুসারে পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না। এখানে ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম উভয় বিবেচনা করা হয়। কিন্তু বাের ইলেকট্রনকে শুধু কণা রূপে গণ্য করায়, তার মতে একই সময়ে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব।
৬. পরমাণুর প্রকৃত কাঠামাে ত্রিমাত্রিক। কিন্তু এবারের মতবাদ অনুসারে পরমাণুর কাঠামাে হলাে দ্বিমাত্রিক।
৭. বাের পরমাণু মডেল থেকে বর্ণালী রেখার তীব্রতা ব্যাখ্যা করা যায় না।
৮. বাের মডেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr= nh/2π এই মানের সঠিক কারণ ব্যাখ্যা করা হয়নি।
তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তাহলে তারাও খুব সহজে অ্যাসাইনমেন্ট লিখতে পারবে ।
তাৎপর্যঃ •n:যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তিস্তরের আকার নির্ণয় করা যায় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একে n দ্বারা প্রকাশ করা হ্য,n এর মান যথাক্রমে 1,2,3,4….. প্রভৃতি পূর্ণ সংখ্যা। যে কোনাে প্রধান শক্তির সর্বোচ্চ 2n^2 ইলেকট্রন ধারণ করতে পারে।
তাৎপর্য •|:যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তিস্তরের আকৃতি নির্ণয় করা যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। সহকারী কোয়ান্টাম সংখ্যা। বােরের তম্বে পরমাণু ছিল বর্তুলাকার। কিন্তু সােমারফিল্ড দেখান যে কক্ষপথ উপবৃত্তাকারও হতে পারে।
তাৎপর্যঃ •m:যে সকল কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকরুণ সমূহ প্রকাশ করা হয়, তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, m এর মান – থেকে। এর পর্যন্ত পূর্ণসংখ্যা।
তাৎপর্যঃ •S:নিজস্ব অক্ষের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশক কোয়ান্টাম সংখ্যা সমূহকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে।
গ) n এর মান 3 হলে উক্ত শক্তিস্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা হিসাব।
ঘ) আউফবাউ নীতি:
ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরে ক্রমান্বয়ে উচ্চশক্তির অরবিটালে স্থান গ্রহণ করে, কারণ নিম্ন শক্তি স্তরে স্থিতিশীলতা বেশি। ধারাবাহিকভাবে ইলেকট্রন দ্বারা অরবিটাল পূর্ণ করার নীতি জার্মান ভাষায় আউফবাউ নীতি বলা হয়।
হুন্ডের নিয়মঃ
সম শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলাে এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই সব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী হবে।”
(K) এর ইলেকট্রন বিন্যাস হল- K(19)- 1s2 2s2 2p6 3s2 3p6 4s1
(Cr) এর ইলেকট্রন বিন্যাস হল– 1s2 2s2 2p6 3s2 3p6 3d54s1
এইচ এস সি 2021 সালের রসায়ন ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর
প্রিয় এইচএসসি 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। কোন রকম খরচ ও ঝামেলা ছাড়াই আপনারা আমাদের ওয়েবসাইট থেকে এইচএসসি ১ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর ডাউনলোড করে নিতে পারছেন। আমাদের ওয়েবসাইটের বিশেষজ্ঞ শিক্ষকগণ প্রতিটি বিষয়ের অ্যাসাইনমেন্ট এর সঠিক এবং নির্ভুল উত্তর প্রদান করে থাকেন। ফলে আমাদের ওয়েবসাইট থেকে এইচএসসি রসায়ন ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর দাউনলোড করে এসএমএস সম্পন্ন করে আপনি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর এবং A+ পেতে পারেন। আপনি আমাদের ওয়েবসাইট থেকে লিখিত উত্তর ছাড়াও প্রতিটি উত্তরের পিডিএফ এবং জেপিজি ফাইল ডাউনলোড করে নিতে পারেন।
এসএসসি প্রথম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
Finance and Banking 1st Week Assignment Answer
Biology 1st Week Assignment Answer
Business Entrepreneurship 1st Week Assignment Answer
৯ম শ্রেণীর ৯ম সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট উত্তর
এস এস সি ( SSC ) দ্বিতীয় সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্ট উত্তর
ইংরেজি এসাইনমেন্ট উত্তর
পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
অর্থনীতি এসাইনমেন্ট উত্তর
পৌরনীতি ও সুশাসন এসাইনমেন্ট উত্তর
যুক্তিবিদ্যা এসাইনমেন্ট উত্তর
তাছাড়া আমাদের ওয়েবসাইটে ( Class 6 ) ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট , ( Class 7 ) সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ( Class 8 ) অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট , (Class 9) নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, (SSC ) দশম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ( HSC ) একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট উত্তর দেওয়া হয়ে থাকে আপনারা চাইলে দেখতে পারেন ।